IPL টুর্নামেন্টে আসতে চলেছে নয়া নিয়ম, দেখে নিন এখনই https://ift.tt/3brhssd - MAS News bengali

IPL টুর্নামেন্টে আসতে চলেছে নয়া নিয়ম, দেখে নিন এখনই https://ift.tt/3brhssd

এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী মরশুম থেকে দুটো নতুন দল যোগ দিচ্ছে IPL টুর্নামেন্টে। আহমেদাবাদ ও লখনউ ফ্র্যাঞ্চাইজি যোগ দেবে। আগামী মরশুমের জন্য হবে মেগা নিলাম। তার আগে এতদিন প্রশ্ন ছিল প্লেয়ার ধরে রাখার নিয়ম কী করতে চলেছে BCCI। এবার সেই প্রশ্নের উত্তর মিলল। সম্প্রতি BCCI-এর পক্ষ থেকে প্লেয়ার ধরে রাখার নিয়ম বা রিটেনশন পলিসি ঘোষণা করে। ২০২২ সাল থেকে IPL হবে ১০ দলের। ফলে টুর্নামেন্টে পরিবর্তন হবে একাধিক। প্লেয়ার ধরে রাখার নিয়ম অনুযায়ী নতুন দুটি দল আগে থেকে তিনজন প্লেয়ারকে সই করাতে পারবে। বাকি ৮ পুরনো ফ্র্যাঞ্চাইজি বর্তমান দল থেকে চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে। IPL-এর পঞ্চদশ মরশুমে মোট ৭৪টা ম্যাচ খেলা হবে। এরমধ্যে প্রতিটা দল সাতটা হোম ও সাতটা অ্যাওয়ে ম্যাচ খেলবে। রিপোর্ট অনুযায়ী, প্রথমে পুরনো আটটা দল চারজন করে প্লেয়ারকে রাখবে। তাদের সেই তালিকা প্রকাশের পর নতুন দুটো দল তিনজন প্লেয়ারকে সই করাতে পারবে। তা ফাইনাল হওয়ার পরে হবে মেগা নিলাম। ৮টা দল যে চারজন প্লেয়ারকে রাখবে সেই তালিকায় তাঁদের মধ্যে আবার তিনজন ভারতীয় ও একজন বিদেশি ক্রিকেটার হতে হবে। রিপোর্ট অনুযায়ী দলগুলোকে এবার RTM কার্ড ব্যবহার করতে দেওয়া হবে না। নতুন দুটো দল দুজন ভারতীয় প্লেয়ার ও একজন বিদেশি প্লেয়ারকে সই করাতে পারবে। যদিও BCCI-এর পক্ষ থেকে এখনও নিলামের দিন ঘোষণা করেনি। রিপোর্ট অনুযায়ী, প্রতিটা দল নিলামে ৯০ কোটি টাকা খরচ করতে পারবে। সম্প্রতি দুই নতুন দলের নিলাম হয়। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনেছে সিভিসি ক্যাপিটালস পার্টনার আর লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছে আরপি সঞ্জীব গোয়েঙ্কা ভেঞ্চার্স। দুটো নতুন দল বিক্রি করে ১২ হাজার কোটি টাকার বেশি রোজগার করেছে। প্লেয়ার ধরে রাখার নিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বিধায় ছিল দলগুলো। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনি জানান, তিনি আগামী মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়েই থাকবেন। তবে কোন ভূমিকায় সেটা প্লেয়ার ধরে রাখার নিয়ম জানার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। এটার ফলে মহেন্দ্র সিং ধোনিকে প্লেয়ারের ভূমিকায় দেখা যাবে বলে আশা করছেন সমর্থকরা। চেন্নাই সুপার কিংসের এক কর্তা জানিয়েছেন, প্রথম প্লেয়ার হিসেবে ধোনিকেই রাখবেন তারা। শ্রীনিবাসন বলেছেন, ‘ধোনিকে ছাড়া CSK নয় বা CSK ছাড়া ধোনি নয়।’


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2Zt6iAD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads