Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3BpQmMW
আরিয়ানের জামিন মঞ্জুর হতেই নীরবতা ভাঙলেন সুহানা https://ift.tt/3jJE8IM

এই সময় ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগেই আরিখান খান মন্নতে ফিরতে চলেছেন। এমন পরিস্থিতিতে উচ্ছ্বসিত শাহরুখ কন্যা সুহানা খান। ছেলেবেলায় আরিয়ানের সঙ্গে ‘শরারত’-এর ছবির কোলাজ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে আরিয়ান ও সুহানা দস্যিপনা করছেন, আর তাঁদের সামলাচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। শাহরুখ কন্যা এদিন ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ ইউ’। বর্তমান পরিস্থিতিতে তাঁর ওই ইনস্টা পোস্টকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন সুহানার আপলোড করা ওই দুষ্টুমিষ্টি ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা। লাভ রিঅ্যাক্ট করেছেন একাধিক সেলেব ও স্টার কিডও। জাভেদ জাফরির কন্যা আলিভিয়া জাফরি থেকে সর্দার উধম সিং খ্যাত অভিনেত্রী বনিতা সান্ধু, পরিচালক জোয়া আখতার থেকে শুরু করে জনপ্রিয় লেখিকা ডিয়েন পাণ্ডে, সকলেই হৃদয় এঁকে দিয়েছেন সুহানার কমেন্ট বক্সে। আরিয়ানের ঘরওয়াপসির খবরে আনন্দের স্রোত বইছে টিনসেল টাউনে। সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর এদিন গৌরী খানকে উদ্দেশ্য করে একটি ইনস্টা পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, খুদে আরিয়ানকে জড়িয়ে আছেন গৌরী। ওই ছবিতে হার্ট ক্যাপশন দিয়েছেন মাহিপ। ছবিটিতে কমেন্ট না করলেও, লাভ রিঅ্যাক্ট করেছেন সুহানা। এদিকে মালাইকা অরোরা, সঞ্জয় কাপুর, নীলম কোঠারি হৃদয় এঁকে দিয়েছেন মাহিপের পোস্টে। আলিয়া ভাট, অনিল কাপুর, করিশ্মা কাপুর, খুশি কাপুরও ওই ছবিতে সুহানার মতোই লাভ রিঅ্যাক্ট করেছেন। সোনম কাপুর এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘ফাইনালি!' যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মন্নতের তরফ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। শাহরুখ, গৌরী কিংবা সুহানা কেউই এ নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করেননি। তবে সেলেবরা তাঁর ভাইকে সমর্থন করে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে, সেটি লাইক করছিলেন সুহানা। চলতি মাসে হৃত্বিক রোশন যখন আরিয়ানকে খোলা চিঠি লিখেছিলেন, তখন তাঁর পোস্টেও লাইক দিতে ভোলেননি শাহরুখ কন্যা। এদিন কিং খান প্রকাশ্যে এসে কোনও মন্তব্য না করলেও, তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে নিজের আইনি টিমের সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে শাহরুখ খানকে। গত ২৬ দিনের বেশিরভাগ সময়েই কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন শাহরুখ। ১৮ তম দিনে ছেলের সঙ্গে দেখা করতে আর্থার জেলে গিয়েছিলেন বটে। কিন্তু, বেশিরভাগ সময়েই তাঁর মুখ ঢাকা ছিল। কোনও মন্তব্য করেননি। আরিয়ানের সঙ্গে ঠিক ১৮ মিনিট কথা বলতে পেরেছিলেন বলিউডের বাদশা। তবে তাঁর সেই চেনা হাসি উধাও হয়ে গিয়েছিল। তিনদিন লড়াইয়ের পর আইনজীবীরা আরিয়ানের জামিন ছিনিয়ে আনতে পেরেছেন। আর সেই কারণে বাদশার মুখেও যেন ফিরে এসেছে হাসি। বলাবাহুল্য, এদিন আনন্দে মাতোয়ারা শাহরুখের বর্তমান ‘লেডি লাক’ সুহানাও।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3BpQmMW
Previous article
Next article
Leave Comments
Post a Comment