Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nxHorY
অপরাধের পাঠশালা! ছত্তিশগড়ের ত্রাস '৩০২' ও '৩০৭' https://ift.tt/3jO2Rfk

এই সময় ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের দুর্গ জেলায় বর্তমানে ব্যাপক চর্চিত ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩০৭ ধারা। কারণ, ওই জেলার দুই নাবালক নিজেদের নাম পরিবর্তন করে যথাক্রমে ৩০২ ও ৩০৭ রেখেছে। তারা দু’জনেই প্রকাশ্যেই চালাচ্ছে গুন্ডাগিরির কোচিং ক্লাস! যেখানে নিয়মিত গুন্ডাগিরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে একসঙ্গে নয়। পৃথক দু'টি 'ক্রাইম কোচিং সেন্টার' চালাচ্ছে তারা। মূলত নেশাগ্রস্ত যুবকদেরই 'টার্গেট' করা হচ্ছে। বেশ কিছুজনকেই নাকি জোগাড়ও করে ফেলা হয়েছে ইতিমধ্যেই। তাদের শেখানো হচ্ছে ব্লেড চালানো, ছুরিকাঘাত, পকেটমারি! এহেন কাণ্ড দেখে তাজ্জব বনে গিয়েছেন পুলিশ কর্তারাও। জানা গিয়েছে, অভিযুক্ত দুই নাবালক দুর্গ জেলার ভিলাই এলাকার বাসিন্দা। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে দু’ জনেই। পরস্পরকে নাকি তারা প্রতিপক্ষ বলেই মনে করে এবং দুটি পৃথক গ্যাং তৈরি করতে চায়। আর এই কারণেই খুরশিপুর, ছাওনি, জামুল, সুপেলা থানা এলাকা থেকে তরুণদের খুঁজে নিজেদের দলে শামিল করার চেষ্টা চালাচ্ছে তারা। অভিযোগ, বিভিন্ন অপরাধমূলক কাজ শেখানোর পাশাপাশি এলাকার অন্য নাবালকদের হাতে নিষিদ্ধ মাদকও তুলে দিচ্ছে তারা।পুলিশের অনুমান, যাতে নেশাগ্রস্তরা সহজেই তাদের গ্যাংয়ে নাম লেখায়, সেই কারণেই ওই পদক্ষেপ নিচ্ছে তারা। ঘটনার জেরে ভিলাই সহ আশেপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশের দাবি, অপরাধীদের তালিকা রয়েছে তাদের হাতে। খুব শীঘ্রই এই সকলকে গ্রেফতার করা হবে। দুর্গের পুলিশ সুপার বদ্রিনারায়ণ মিনা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, অপরাধের প্রশিক্ষণ দেওয়ার এই কার্যকলাপ অত্যন্ত ভয়ংকর। এর মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের একাংশ অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। এতে অনেক তরুণের ভবিষ্যত নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু দুই অপরাধীই নাবালক, সেই কারণে এতদিন তাদের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ গ্রহণ করতে চাইছিল না পুলিশ। তবে তারা আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে তাদের দুজনের উপরেই নজর রাখছে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, নেশা এবং টাকার অভাব অপরাধের প্রবণতা বাড়িয়ে তোলে। এক্ষেত্রে দুটিই রয়েছে। ওই গ্যাংয়ের সঙ্গে জড়িতদের প্রত্যেকের কাউন্সিলিং করানোর কথা ভেবেছে পুলিশ। পাশাপাশি, মূল অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nxHorY
Previous article
Next article
Leave Comments
Post a Comment