Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jpnJu2
Copa America : এমবাপ্পে 'ওভার রেটেড' ফুটবলার, মন্তব্য বাবুল সুপ্রিয়'র https://ift.tt/3xhhfS5
এই সময় ডিজিটাল ডেস্ক : সুইজারল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে পরাস্ত হয় ফ্রান্স। দিদিয়ের দেঁশ ব্রিগেডের হয়ে শেষ পেনাল্টি শট নিতে আসেন, দলের অন্যতম তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। কিন্তু, দুর্ভাগ্যক্রমে তিনি গোল করতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ ভোরে ফেসবুকে একটা পোস্ট করেছেন বাবুল। সেখানে তিনি এমবাপ্পেকে 'ওভার রেটেড' ফুটবলার বলে উল্লেখ করেছেন। সেইসঙ্গে তিনি এও যোগ করেছেন যে এই ফরাসি ফুটবলার নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারেননি। সেইসঙ্গে তিনি বিষয়টাকে অবশ্য খেলার মধ্যেই সীমিত রাখার আবেদন জানিয়েছেন। কোনও রাজনৈতিক আক্রমণ না করার পরামর্শই দিয়েছেন তিনি। দেখে নেওয়া যাক 'র সেই পোস্ট : ফের ইন্দ্রপতন। গতকাল পর্তুগাল ইউরো কাপ থেকে বিদায় নেওয়ার পর, আজ বিদায় নিল ফ্রান্স। তবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে। আর সেইসঙ্গে সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের রাস্তা একেবারে নিশ্চিত হয়ে গেল। ম্যাচের ফলাফল সুইজারল্যান্ড - ৩ (৫) এবং ফ্রান্স - ৩ (৪)। ইউরোর কোয়ার্টারে সুইস তারকাদের খেলতে হবে স্প্যানিশ ব্রিগেডের বিরুদ্ধে। আগামী ২ জুলাই এই দুটো দল একে অপরের মুখোমুখি হবে। পেনাল্টি শুটআউটের ফলাফল : সুইজারল্যান্ড : ১. গ্রাভোনোভিচ - গোল (১-০) ২. ফ্যাবিয়ান শেয়ার - গোল (২-১) ৩. আকাঞ্জি - গোল (৩-২) ৪. রুবেন ভার্গাস - গোল (৪-৩) ৫. মেহমুদি - গোল (৫-৪) ফ্রান্স : ১. পল পোগবা - গোল (১-১) ২. জিরু - গোল (২-২) ৩. মার্কাস থুরাম - গোল (৩-৩) ৪. কিম্পেম্বে - গোল (৪-৪) ৫. - গোল মিস (৪-৫)
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jpnJu2
Previous article
Next article
Leave Comments
Post a Comment