প্রতারণার শিকার দেবাঞ্জনও! ঠকিয়েছে তার খুড়তুতো ভাই https://ift.tt/3dqzLzf - MAS News bengali

প্রতারণার শিকার দেবাঞ্জনও! ঠকিয়েছে তার খুড়তুতো ভাই https://ift.tt/3dqzLzf

এই সময় ডিজিটাল ডেস্ক: কসবায় ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত দেবের নিত্যনতুন কুকীর্তি রোজই সামনে আসছে। এবার এই ঘটনায় দেবাঞ্জনের আরও দুই সহযোগীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দু'জনের মধ্যে রয়েছে দেবাঞ্জনের খুড়তুতো ভাই কাঞ্চন দেব। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রতারণার শিকার হয়েছে দেবাঞ্জনও। দেবাঞ্জনকে প্রতারণা করেছিল তার খুড়তুতো ভাই। কাঞ্চন আর্থিক প্রতারণা করেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কাঞ্চন দেবাঞ্জনের অফিসের সেকেন্ড-ইন-কমান্ড ছিল বলে জানা যাচ্ছে। দেবাঞ্জন যে প্রতারণার কারবার চালাচ্ছে, সে ব্যাপারে প্রথম থেকেই বুঝতে পেরেছিল কাঞ্চন। দেবাঞ্জন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নিজের অফিসেই নকল নির্বাচনের আয়োজন করেছিল। ওই নির্বাচনে দেবাঞ্জন নিজেকেই জয়ী করে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। দক্ষিণবঙ্গ শ্রমিক ইউনিয়নের সভাপতি বলে নিজেকে পরিচয় দিত দেবাঞ্জন। এই ঘটনায় আরও এক ধৃত শরৎ পাত্র এক চিকিৎসকের হয়ে কাজ করত। দেবাঞ্জন দেবের বাবা- মা জানতেন ছেলে কোনও আইএএস অফিসার নয়! পরতে পরতে রহস্য। কসবার কাণ্ডের তদন্তে নেমে বড় তথ্য হাতে পেল পুলিশ। এই প্রথমবার নয়, ২০২০ সালের মার্চ মাসে পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল দেবাঞ্জন দেবকে। তার বিরুদ্ধে চাকরির দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, সেই সময়ই তার বাবা-মা জানতে পারেন ছেলে আদপে কোনও আইএএস অফিসার নয়। দেবাঞ্জন কাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের। রবিবার তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তার বাবা। এদিন দেবাঞ্জনের বাড়ি থেকে বেশকিছু নথি, ডেবিড কার্ড, পাসবুক বাজেয়াপ্ত করে পুলিশ। প্রতারণা চক্র চালানোর জন্য 'স্পেশাল ২৬'এর কায়দায় লোক নিযুক্ত করেছিল দেবাঞ্জন। জেরার মুখে সে জানান, গত বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে লোক নিয়োগ করা শুরু করেছিল সে। আর এই কাজের জন্য অশোক রায়কে প্রতি মাসে ৬৫ হাজার টাকা করে দিত।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gZx5uO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads