Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2USfqg5
প্রতি ১০ শিশুর মধ্যে ৫ জনের দেহে অ্যান্টিবডি https://ift.tt/3A9xpP1
মুম্বই: করোনার তৃতীয় ঢেউ যখন বাচ্চাদের নিয়ে চিন্তা বাড়াচ্ছে, তখন একটি সেরো সার্ভের রিপোর্ট বলছে, মুম্বইয়ে ১৮ অনূর্ধ্বদের মধ্যে ৫১.১৮ শতাংশের দেহে ইতিমধ্যেই রয়েছে কোভিড-১৯-এর ! অর্থাৎ, তারা কোভিডে আক্রান্ত হয়ে সুস্থও হয়ে উঠেছে, কিন্তু উপসর্গ না থাকায় কোভিডের উপস্থিতি টেরও পাওয়া যায়নি! দেশে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হলেও অপ্রাপ্তবয়স্করা এখনও টিকাকরণের আওতার বাইরে। সেক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউয়ে ১৮ বছরের কমবয়সিরাই বেশি আক্রান্ত হবে, এমন আশঙ্কা মানুষের মনে দানা বাঁধছে। 'ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স' অবশ্য জানিয়েছে, কোভিডের তৃতীয় ঢেউয়ে বাচ্চারা বেশি আক্রান্ত হবে, এমন কোনও প্রমাণ নেই। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রেও বাচ্চারা আক্রান্ত হয়েছিল, কিন্তু ৯০ শতাংশ ক্ষেত্রে শিশুদের উপসর্গ প্রায় থাকে না, ফলে সংক্রমণ বোঝা যায় না। মুম্বইয়ের সেরো সার্ভে শিশু বিশেষজ্ঞদের এই মতকেই প্রতিষ্ঠা দিল। বৃহন্মুম্বই পুরসভার এই সেরো সার্ভেতে ১ এপ্রিল থেকে ১৫ জুনের মধ্যে ২,১৭৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। দেখা গিয়েছে, ১০-১৪ বছর বয়সিদের ৫৩.৪৩ শতাংশের দেহে অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে, ১৫-১৮ বছর বয়সিদের ক্ষেত্রে সেরো পজিটিভিটির হার ৫১.৩৯ শতাংশ আর এক থেকে চার বছর বয়সিদের ক্ষেত্রে ৫১.০৪ শতাংশ। মার্চ মাসেও অপ্রাপ্তবয়স্কদের উপর একটি সেরো সার্ভে চালিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। তখন সেরো পজিটিভিটির হার ছিল ৩৯.৪ শতাংশ, যা আগামী তিন মাসে অনেকটাই বেড়েছে। পুরসভার বক্তব্য, 'এটাই প্রমাণ করে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই অনেক বাচ্চা সংক্রামিত হয়ে সেরেও উঠেছে।' গত মাসে কর্নাটকের একটি সার্ভেতে দেখা গিয়েছিল, মার্চের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রায় ১.৪ লক্ষ শিশু করোনা আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৪০,০০০-এর বয়স ১০-এর নীচে! আর তাই, তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের নিয়ে অতিরিক্ত কোনও আশঙ্কার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। কিছুটা স্বস্তি জোগাচ্ছে দেশের করোনা পরিসংখ্যানও। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬,১৪৮ জন। ১২ এপ্রিলের পর এই প্রথম দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ১,০০০-এর নীচে নেমে ৯৭৯। তবে, দেশের ৮০টি জেলায় করোনার পজিটিভিটি রেট এখনও অনেকটাই বেশি, আর তাই কোভিড-বিধিতে ঢিলেমি দিলে চলবে না, সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন আইসিএমআরের প্রধান বলরাম ভার্গব।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2USfqg5
Previous article
Next article
Leave Comments
Post a Comment