WB Election 2021 LIVE Updates: আজ ঝাড়গ্রাম, বাঁকুড়ায় প্রচার অমিত শাহর, পুরুলিয়ায় মমতা https://ift.tt/eA8V8J - MAS News bengali

WB Election 2021 LIVE Updates: আজ ঝাড়গ্রাম, বাঁকুড়ায় প্রচার অমিত শাহর, পুরুলিয়ায় মমতা https://ift.tt/eA8V8J

<p style="text-align: justify;">ভোট প্রচারে রাজ্যে দুদিনের সফরে অমিত শাহ। প্রার্থী হিরণকে নিয়ে খড়গপুরে রোড শো, সঙ্গে দিলীপ। আজ ঝাড়গ্রাম-রানিবাঁধে সভা। ২০০ আসনে জিতবে বিজেপি, হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর</p> <p style="text-align: justify;">চব্বিশে মার্চ ফের রাজ্যে আসছেন মোদি। শুভেন্দু-সহ জেলার প্রার্থীদের সমর্থনে কাঁথিতে জনসভা। মোদির মঞ্চে থাকতে পারেন শিশির-দিব্যেন্দু। ছেলে বললে যাব, প্রতিক্রিয়া শিশিরের।&nbsp;</p> <p style="text-align: justify;">বাকি ৬ দফার ৩৪ জনের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। মান্নান, সুখবিলাস, মোহিত, মনোজ সহ টিকিট পেলেন ১৯ বিধায়কই। ২০ জনের প্রার্থীতালিকা প্রকাশ আইএসএফেরও।</p> <p style="text-align: justify;">প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ। প্রার্থী করা হয়েছে বেহালা পশ্চিম কেন্দ্রে, তালিকায় নাম নেই বৈশাখীরও। ভোটের মুখে দিলীপ ঘোষকে চিঠি দিয়ে বিজেপির সমস্ত পদ ছাড়লেন শোভন-বৈশাখী।</p> <p style="text-align: justify;">নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপ কমিশনের। সাসপেন্ড মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়। অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, সাসপেন্ড পুলিশ সুপারও।&nbsp;</p> <p style="text-align: justify;">নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় কমিশনের পদক্ষেপকে স্বাগত। প্রতিক্রিয়া সৌগতর। সবাই সব দেখতে পাচ্ছে, সবাই সব জানে। কটাক্ষ শুভেন্দুর।</p> <p style="text-align: justify;">কোনও হামলা নয়। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার পিছনে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদেরই গাফিলতি। পর্যবেক্ষকদের রিপোর্ট দেখে ধারণা নির্বাচন কমিশনের। খবর পিটিআই সূত্রে।</p> <p style="text-align: justify;">বিধানসভা ভোটে চার সাংসদকে প্রার্থী করল বিজেপি। টালিগঞ্জে বাবুল, চুঁচুড়ায় লকেট, দিনহাটায় নিশীথ, তারকেশ্বরে স্বপন। প্রার্থী খুঁজে পাচ্ছে না, কটাক্ষ তৃণমূলের।</p> <p style="text-align: justify;">বিজেপির প্রার্থী তালিকায় ফের তারকা চমক। চণ্ডীতলায় যশ, বেহালা পূর্বে পায়েল, শ্যামপুরে তনুশ্রী। সোনারপুর দক্ষিণের প্রার্থী অঞ্জনা। ডোমজুড়ে রাজীব, সিঙ্গুরে রবীন্দ্রনাথ।</p> <p style="text-align: justify;"><br /><br /></p>

from home https://ift.tt/2Ovdwiu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads