এই সময় ডিজিটাল ডেস্ক: সাধারণ ভারতীয়দের মধ্যে স্বল্প সঞ্চয়ের অন্যতম ভরসা স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (Fixed deposit)। কিন্তু ফিক্সড ডিপোজিটে সুদের হার (Fixed Deposit Interest Rate) স্থির নয়। বিভিন্ন মানদণ্ডের উপরে ভিত্তি করে সুদ পরিবর্তন করে থাকে ব্যাঙ্কগুলি। এই মুহূর্তে দেশের প্রথম সারির তিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক (), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক () এবং কানাড়া ব্যাঙ্ক () ফিক্সড ডিপোজিটে কী হারে সুদ দিচ্ছে এক নজরে দেখে নেওয়া যাক।
>>SBI-তে FD-তে বর্তমান সুদের হার: দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI বর্তমানে তাদের সাধারণ গ্রাহকদের FD-তে ন্যূতম 2.9 শতাংশ থেকে সর্বোচ্চ 5.4 শতাংশ সুদ দিচ্ছে। SBI-তে 7 দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত মেয়াদে আমানতের সুযোগ আছে। এক নজরে দেখে নেওয়া যাক সুদের হার:
আমানতের মেয়াদ |
সাধারণের জন্য সুদের হার |
07 দিন থেকে 45 দিন- |
2.90 শতাংশ |
46 দিন থেকে 179 দিন- |
3.90 শতাংশ |
180 দিন থেকে 210 দিন- |
4.40 শতাংশ |
211 দিন থকে 1 বছরের কম- |
4.40 শতাংশ |
1 বছর থেকে 2 বছরের কম- |
5.00 শতাংশ |
2 বছর থেকে 3 বছরের কম- |
5.10 শতাংশ |
3 বছর থেকে 5 বছরের কম- |
5.30 শতাংশ |
5 বছর থেকে 10 বছর পর্যন্ত- |
5.40 শতাংশ |
তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার বেশ কিছুটা বেশি। এক্ষেত্রে প্রবীণদের FD-তে ন্যূনতম 3.4 শতাংশ থেকে সর্বোচ্চ 6.2 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে তারা।
>> PNB-তে FD-তে বর্তমান সুদের হার: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ২ কোটি টাকার কম টাকার স্থায়ী আমানতে এই মুহূর্তে ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৫.৩০ শতাংশ সুদ দিচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। এক ঝলকে দেখে নেওয়া যাক তালিকা:
আমানতের মেয়াদ |
সাধারণের জন্য সুদের হার |
7 দিন থেকে 14 দিন- |
3.00 শতাংশ |
15 দিন থেকে 29 দিন- |
3.00 শতাংশ |
30 দিন থেকে 45 দিন- |
3.00 শতাংশ |
46 দিন থেকে 90 দিন- |
3.25 শতাংশ |
91 দিন থেকে 179 দিন- |
4.00 শতাংশ |
180 দিন থেকে 270 দিন- |
4.40 শতাংশ |
271 দিন থেকে 364 দিন- |
4.50 শতাংশ |
1 বছর- |
5.20 শতাংশ |
1বছর 1 দিন থেকে 2 বছর- |
5.20 শতাংশ |
2 বছর 1 দিন থেকে 3 বছর- |
5.20 শতাংশ |
3 বছর 1 দিন থেকে 5 বছর- |
5.30 শতাংশ |
5 বছর 1 দিন থেকে 10 বছর- |
5.30 শতাংশ |
তবে সাধারণ নাগরিকরা সমস্ত মেয়াদি আমানতে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ পাবেন। সে ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার দাঁড়াবে ৩.৫০ শতাংশ থেকে ৫.৮০ শতাংশ।
>> কানাড়া ব্যাঙ্কে FD-তে বর্তমান সুদের হার:7 দিন থেকে 10 বছর মেয়াদের FD-তে সাধারণ নাগরিকদের 2.95 শতাংশ থেকে 5.50 শতাংশ হারে সুদ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটি। এক ঝলকে দেখে নেওয়া যাক তালিকা:
আমানতের মেয়াদ |
সুদের হার |
07 দিন থেকে 45 দিন |
2.95 শতাংশ |
46 দিন থেকে 90 দিন |
3.90 শতাংশ |
91দিন থেকে 179 দিন |
4 শতাংশ |
180 দিন থেকে 1 বছরের কম |
4.45 শতাংশ |
1 বছর |
5.20 শতাংশ |
1 বছর 1 দিন থেকে 2 বছরের কম |
5.20 শতাংশ |
2 বছর থেকে 3 বছরের কম |
5.40 শতাংশ |
3 বছর থেকে 5 বছরের কম |
5.50 শতাংশ |
5 বছর থেকে 10 বছর পর্যন্ত |
5.50 শতাংশ |
অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতো কানাড়া ব্যাঙ্কও প্রবীণ গ্রাহকদের সাধারণ নাগরিকের তুলনায় 50 বেসিস পয়েন্ট বেশি সুদ দিচ্ছে। ফলে প্রবীণ গ্রাহকরা FD-তে সর্বোচ্চ 6 শতাংশ পর্যন্ত সুদ পাবেন।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3tgq4cf
Leave Comments
Post a Comment