WB Elections 2021: ২০ জনের প্রার্থীতালিকা ঘোষণা আব্বাস সিদ্দিকির আইএসএফ-এর https://ift.tt/eA8V8J - MAS News bengali

WB Elections 2021: ২০ জনের প্রার্থীতালিকা ঘোষণা আব্বাস সিদ্দিকির আইএসএফ-এর https://ift.tt/eA8V8J

<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> &nbsp;২০ জনের প্রার্থীতালিকা ঘোষণা করেছে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)।&nbsp;</p> <p style="text-align: justify;">তালিকা অনুযায়ী, রায়পুর আসনে প্রার্থী হচ্ছেন মিলন মান্ডি। মহিষাদলে প্রার্থী হচ্ছেন বিক্রম চট্টোপাধ্য়ায়। চন্দ্রকোণায় প্রার্থী গৌরাঙ্গ দাস।&nbsp;<br />কুলপিতে আইএসএফ প্রার্থী সিরাজউদ্দিন গাজি। মন্দিরবাজারে প্রার্থী সঞ্চয় সরকার। জগৎবল্লভপুরে আইএসএফ প্রার্থী শেখ সাব্বির আহমেদ। হরিপালে প্রার্থী সিমল সোরেন।&nbsp;</p> <p style="text-align: justify;">খানাকুলে প্রার্থী ফয়জল খান। মেটিয়াবুরুজে প্রার্থী নুরুজ্জামান। পাঁচলায় প্রার্থী মহম্মদ জলিল। উলুবেড়িয়া পূর্বে প্রার্থী আব্বাসউদ্দিন খান।&nbsp;</p> <p style="text-align: justify;">রানাঘাট উত্তর-পূর্বে প্রার্থী দীনেশ চন্দ্র বিশ্বাস। কৃষ্ণগঞ্জে প্রার্থী অনুপ মণ্ডল। বসিরহাট উত্তরে প্রার্থী বাইজাদ আমিন। সন্দেশখালির প্রার্থী বরুণ মাহাতো। চাপড়ায় প্রার্থী কাঞ্চন মৈত্র।&nbsp;</p> <p style="text-align: justify;">অশোকনগরে আইএসএফ প্রার্থী তাপস চক্রবর্তী। আমডাঙায় প্রার্থী জামালউদ্দিন। আসানসোল উত্তরে প্রার্থী মহম্মদ মোস্তাকিম। এন্টালিতে প্রার্থী মহম্মদ ইকবাল আলম।&nbsp;</p> <p style="text-align: justify;">আইএসএফ-এর তরফে জানানো হয়েছে, দেগঙ্গা, মগরাহাট সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গা ও উত্তরবঙ্গেও প্রার্থী ঘোষণা করবে দল।&nbsp;</p> <p style="text-align: justify;">অন্যদিকে, তৃতীয় থেকে অষ্টম দফার ভোটের জন্য, দিল্লি থেকে ৩৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।&nbsp;কার্যত অস্তিত্ব রক্ষার এবারের ভোটে, দলের সেই পুরনো রাজনৈতিক যোদ্ধাদেরই প্রার্থী করছে কংগ্রেস। দলবদলের মরশুমেও, যাঁরা মাটি কামড়ে, দল আঁকড়ে পড়ে রয়েছেন।&nbsp;</p> <p style="text-align: justify;">রবিবার ৩৪ আসনের যে প্রার্থী তালিকা দিল্লি থেকে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১৯ জনই ২০১৬-র নির্বাচনে জয়ী হয়েছিলেন।</p> <p style="text-align: justify;">রায়গঞ্জ আসনে প্রার্থী, বিদায়ী বিধায়ক তথা দাপুটে কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত। চাঁপদানি থেকে ফের লড়বেন বিদায়ী বিরোধী দলনেতা আব্দুল মান্নান।</p> <p style="text-align: justify;">মাটিগাড়া নকশালবাড়ি থেকে ফের প্রার্থী করা হয়েছে, উত্তরবঙ্গের আরেক প্রবীণ ও দাপুটে নেতা শঙ্কর মালাকারকে।&nbsp;জলপাইগুড়ি থেকে ফের লড়ছেন বিদায়ী বিধায়ক তথা প্রাক্তন আইএএস অফিসার সুখবিলাস বর্মা।</p> <p style="text-align: justify;">হাওড়ার আমতা থেকে ফের প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক তথা প্রবীণ কংগ্রেস নেতা অসিত মিত্র।&nbsp;বহরমপুর থেকে কংগ্রেস ফের প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক তথা অধীর ঘনিষ্ঠ মনোজ চক্রবর্তীকে।</p> <p style="text-align: justify;">লালগোলা থেকে এবারও প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু হেনা।&nbsp;বীরভূমের হাসন থেকে ফের একবার কংগ্রেস দলের যুব মুখ মিলটন রশিদকে প্রার্থী করেছে।</p> <p style="text-align: justify;">ফরাক্কা আসনে মইনুল হক ও মালদার সুজাপুর আসনে গণি খান চৌধুরীর ভাইপো ইশা খানকেও ফের প্রার্থী করেছে কংগ্রেস।</p> <p style="text-align: justify;">এছাড়া দার্জিলিঙের ফাঁসিদেওয়া, মালদার চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, মানিকচক এবং মালদা বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে রাখতে বিদায়ী বিধায়কদের ওপরই ফের আস্থা রেখেছে কংগ্রেস নেতৃত্ব।</p> <p style="text-align: justify;">পাশাপাশি, মুর্শিদাবাদের সুতি, রানিনগর ও ভরতপুর বিধানসভা কেন্দ্রেও হাত শিবিরের ভরসা পুরনো মুখই।&nbsp;&nbsp;</p> <p style="text-align: justify;">এদিকে, বর্তমানে বিধায়ক না হলেও আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করেছে দলের পুরনো মুখ দেবপ্রসাদ রায়কে।</p> <p style="text-align: justify;">বড়ঞা থেকে প্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদের দাপুটে নেতা শিলাদিত্য হালদারকে।&nbsp;হাওড়ার শ্যামপুর থেকে প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী।</p>

from home https://ift.tt/3tkwk2y
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads