পরিবারের 'লজ্জা' ঢাকতে বাবা-দাদা মিলে খুন করল অন্তঃসত্ত্বা কিশোরীকে https://ift.tt/3jBxVgc - MAS News bengali

পরিবারের 'লজ্জা' ঢাকতে বাবা-দাদা মিলে খুন করল অন্তঃসত্ত্বা কিশোরীকে https://ift.tt/3jBxVgc

এই সময় ডিজিটাল ডেস্ক: আবারও উত্তরপ্রদেশ। এ বার দলিত পরিবারের ষোড়শী কিশোরী খুন হল স্বজন-হাতে। অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল ওই কিশোরী। লোকলজ্জার ভয়ে তাই মেয়েকে নিজের হাতে খুন করে বাবা। অপরাধে বাবাকে সঙ্গ দেয় ছেলেও। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের শাহজাহানপুর জেলায়। বছর ষোলোর কিশোরী মেয়েটি যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, সে খবর পরিবারের চার দেওয়ালে গোপন থাকেনি। গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে নানা মুখরোচক চর্চা। মেয়ের কৃতকর্মে ঘরের বাইরে পা রাখতে 'লজ্জা' বোধ হচ্ছিল পরিবারটির। পাঁচ জনের পাঁচ কথা। কটূক্তি কানে আসছিল। ধৈর্য হারায় পরিবারের। প্রচণ্ড মারধর করে, শেষ পর্যন্ত শ্বাসরোধ করে 'অপরাধ'-এর শাস্তি দেয় বাবা। বোনকে বাঁচানোর চেষ্টা না-করে, দাদাও শামিল হয় পরিবারের 'সম্মান' রক্ষায়। মৃত্যু হয় অন্তঃসত্ত্বা দলিত কিশোরীর। এর পর, বড় ছেলেকে সঙ্গে নিয়ে সকলের নজর এড়িয়ে মৃত মেয়েকে নদীর তীরে গিয়ে পুঁতে দিয়ে এসেছিল বাবা। ভেবেছিল, কাকপক্ষীতে কিছু জানতে পারবে না। কিন্তু, পুলিশের কানে পৌঁছে যায় সে খবর। পুলিশি জেরায় মেয়েকে খুনের কথা কবুল করে বাবা। জানায়, মেয়ে অন্তঃসত্ত্বা ছিল। গ্রামের লোকের বিদ্রূপ, কটূক্তি আর সহ্য হচ্ছিল না। বাইরে বেরোলে লোকজন অপমানজনক কথাবার্তা বলছিল। তাই মেয়েকে খুন করে ফেলেছি। ধৃতকে জেরা করে নদীর চর থেকে দেহটি উদ্ধার করে শাহজাহানপুরের পুলিশ। শাহজাহানপুরের এসএসপি এস আনন্দ জানান, দু'জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ২০১ (প্রমাণ লোপাটের চেষ্টা) ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তাদের গ্রেফতারও করেছে। পুলিশ মেয়েটির মা ও অন্যান্য আত্মীয়দেরও জেরা করেছে। তবে, পরিবারের আর কেউ এই ঘটনায় জড়িত ছিলেন না। আরও পড়ুন: পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, কোনও দিন স্কুলে যায়নি। প্রতিবেশীদেরই কেউ তাকে ধর্ষণ করেছিল। যার জেরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বারবার মেয়েকে জিগ্যেস করেও ধর্ষকের নাম জানতে পারেনি পরিবার। মৃত্যুর আগে পর্যন্ত ষোড়শীর মুখ থেকে একটি কথাও বেরোয়নি। আরও পড়ুন: পুলিশকর্তা জানান, ধর্ষককে তাঁরা খুঁজে বের করার চেষ্টা করছেন। নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক অপরাধ। ফলে, যে এই কাজটি করেছে, তার কঠোর সাজা হবে। মঙ্গলবার পুলিশ ষোড়শীর মৃতদেহ উদ্ধার করে, পরীক্ষায় পাঠিয়েছে। জানা গিয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। কিন্তু, পরিবারের তরফে মিসিং ডায়েরি করা হয়নি। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3npfRYP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads