Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/CJu25tY
সংরক্ষণ নিয়ে রাহুলকে আক্রমণ শাহ-রাজনাথের https://ift.tt/VZlcFx6

মণিপুষ্পক সেনগুপ্তসংরক্ষণ ইস্যুতে রাহুল গান্ধীর বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে তাঁকে অল আউট অ্যাটাকে ঝাঁপাল বিজেপি। বুধবার থেকে রাজনাথ সিংয়ের মতো কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রীরা চড়া সুরে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতাকে। রাহুলকে বিঁধে এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের অভিযোগ, কংগ্রেস যে আসলে সংরক্ষণ বিরোধী, সেটাই তাঁর কথায় স্পষ্ট। বুধবার নিজের এক্স হ্যান্ডলে শাহের পোস্ট, ‘যতদিন বিজেপি থাকবে, ততদিন কেউ সংরক্ষণ বাতিল করতে পারবে না। যারা দেশভাগের চক্রান্ত করছে, তাদের পাশে দাঁড়ানোটা কংগ্রেস অভ্যাসে পরিণত করে ফেলেছে।’মঙ্গলবার ইউএসএ-এর জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে ঠারেঠোরে অভিযোগ করেছিলেন, দেশে বিজেপির শাসন কালে ধর্মীয় স্বাধীনতা তলানিতে এসে ঠেকেছে। রাহুল বলেন, ‘আমাদের লড়াই রাজনীতি নিয়ে নয়। আমাদের লড়াই এক জন শিখ তাঁর পাগড়ি পরতে পারেন কি না, তা নিয়েও। এই লড়াই সব ধর্মের জন্য।’ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘ভারতে আর কতদিন জাতভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা বহাল থাকবে?’ জবাবে রাহুল বলেছিলেন, ‘কংগ্রেস তখনই সংরক্ষণ ব্যবস্থায় ইতি টানার কথা ভাববে, যখন দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। এখনও দেশে তেমন পরিস্থিতি নেই।’ মঙ্গলবারই বিজেপি এই ইস্যুতে রাহুলকে আক্রমণ শানিয়েছিল। এ দিন সুর আরও চড়িয়ে শাহ এক্স হ্যান্ডলে লেখেন, ‘জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের দেশবিরোধী ও সংরক্ষণ বিরোধী অ্যাজেন্ডা সমর্থন করাই হোক বা বিদেশি প্ল্যাটফর্মে ভারত বিরোধী বিবৃতি দেওয়া— সব ক্ষেত্রেই রাহুল গান্ধী দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছেন এবং ভাবাবেগে আঘাত করেছেন।’ শাহের সংযোজন, ‘রাহুল গান্ধীর বক্তব্য কংগ্রেসের আঞ্চলিকতা, ধর্ম এবং ভাষাগত পার্থক্যের ভিত্তিতে বিভেদ সৃষ্টির রাজনীতি প্রকাশ করে। দেশে সংরক্ষণ বাতিল করার কথা বলে রাহুল গান্ধী আবারও কংগ্রেসের সংরক্ষণ বিরোধী মুখকে সামনে এনেছেন।’ রাহুলকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘মনে হচ্ছে, মহব্বত কি দুকান চালানোর বদলে কংগ্রেস নেতা ঝুঠ কি দুকান খুলেছেন।’ এক্স পোস্টে রাজনাথের সংযোজন, ‘লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদেশ সফরে গিয়ে যে ধরনের বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং অবাস্তব কথা বলছেন, তা অত্যন্ত লজ্জাজনক এবং তা ভারতের মর্যাদাকে আঘাত করছে।’ শিখ সম্প্রদায়কে নিয়ে রাহুল যে মন্তব্য করেছেন, তার কোনও সত্যতা নেই বলেও দাবি রাজনাথের। এ দিন বিজেপি প্রভাবিত শিখদের একটি গোষ্ঠী দিল্লিতে সনিয়া গান্ধীর বসভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ, বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল শিখ সম্প্রদায়ের মানুষকে অসম্মান করেছেন। ভারতে কোথাও শিখদের পাগড়ি পরা নিয়ে কোনও সমস্যা হয় না। বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, ‘জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরাও জাতভিত্তিক সংরক্ষণের বিরোধী ছিলেন।’ তাঁর প্রশ্ন, ‘রাহুল গান্ধী সংরক্ষণ নিয়ে যা বলেছেন, সে বিষয়ে কংগ্রেসের শরিক দলগুলির প্রতিক্রিয়া জানতে চাই।’
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/CJu25tY
Previous article
Next article
Leave Comments
Post a Comment