Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/0boaE7I
এ বার লক্ষ্য কমলা? অফিসে চলল গুলি https://ift.tt/PDgRv97
এই সময়: পেনসিলভ্যানিয়ায় ভোট-প্রচারে গিয়ে গত জুলাইয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়তে হয়েছিল রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। আততায়ীর ছোড়া একটা গুলি আক্ষরিক অর্থেই কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল তাঁর। তার রেশ কাটতে না কাটতেই চলতি মাসে আবার! ফ্লরিডার গল্ফ ক্লাবে ট্রাম্পকে আরও একবার খুনের চেষ্টা করা হয় বলে দাবি সিক্রেট সার্ভিসের। এ বার গুলি চলল অ্যারিজ়োনায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের অফিসকে টার্গেট করে। ভোটের যখন আরও দেড় মাসও বাকি নেই, তখন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নিশানা করে পরপর এমন হামলায় স্বাভাবিক ভাবেই চিন্তায় মার্কিন গোয়েন্দারা। সূত্রের খবর, এই অফিসে সপ্তাহখানের আগেও হয়েছিল।অ্যারিজ়োনার এই অফিস থেকেই কমলা ইদানীং যাবতীয় ভোট-প্রচারের কাজ করছেন বলে ডেমোক্র্যাট সূত্রের খবর। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, অফিসের দেওয়ালে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কারণ একটাই — হামলা হয়েছিল মাঝরাতে, যখন অফিসে কেউই ছিলেন না। বুধবার অফিস খোলামাত্রই হইচই পড়ে যায়। অফিসের কর্মীরা দেখেন, সামনের দিকে বেশ কয়েকটি জানলার কাচ ভাঙা। গুলির চিহ্ন রয়েছে দেওয়ালে। খবর দেওয়া মাত্র পুলিশ ও গোয়েন্দাদের একটি দল এসে পৌঁছয় ঘটনাস্থলে। এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। এই ঘটনার পিছনে কারা রয়েছে, যত দ্রুত সম্ভব তা খুঁজে বের করার আশ্বাস দিয়েছে পুলিশ।পুলিশ সূত্রের খবর, ১৬ সেপ্টেম্বরও ডেমোক্র্যাটদের এই অফিসকে নিশানা করেই গুলি চলেছিল মাঝরাতে। ছররা বন্দুক দিয়ে জানলা লক্ষ্য করে ছোড়া হয়েছিল গুলি। সেই ঘটনাতেও কাউকে গ্রেপ্তার করা যায়নি এখনও। এক সপ্তাহের মধ্যে আবার সেই ঘটনায় তাই চিন্তিত প্রশাসন।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/0boaE7I
Previous article
Next article
Leave Comments
Post a Comment