Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/O2uiATK
ওয়াকফ-প্রশ্নে মৌলবাদীদের হাত? তোপ নিশিকান্তের https://ift.tt/iEZVAs7
এই সময়, নয়াদিল্লি: বিভিন্ন রাজ্যে গিয়ে প্রশাসনিক কর্তাব্যক্তি, নাগরিক সমাজ এবং মুসলিম সংগঠনগুলির সঙ্গে আজ থেকে আলোচনা শুরু করবে পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত যৌথ সংসদীয় কমিটি৷ এক সপ্তাহ ধরে চলবে এই অভিযান৷ তার আগেই জেপিসিতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রশ্ন তোলা বিরোধী শিবিরের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে৷ গোড্ডার এই বিজেপি সাংসদের অভিযোগ, বিরোধীরা যে সব ইস্যুতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সওয়াল করছেন, সেগুলি স্থির করে দিচ্ছে ভারত বিরোধী মৌলবাদী কিছু গোষ্ঠী৷ এই মর্মে জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পালকে চিঠি লিখে অবিলম্বে পদক্ষেপের আর্জিও জানিয়েছেন নিশিকান্ত৷ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তদন্তের আর্জিও করেছেন।তবে নিশিকান্তের তোলা অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে বিরোধী শিবির৷ বিরোধী শিবিরের এক সাংসদের যুক্তি, ‘বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পেশের সময়ে ইন্ডিয়া জোটের সাংসদদের তীব্র প্রতিবাদে চাপে পড়ে এ বার জেপিসি বৈঠকেও নিয়ে পুরোপুরি ব্যাকফুটে শাসক শিবির৷ কোনও প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছে না শাসক পক্ষ৷ তাই এই সব ভুলভাল অভিযোগ করছে।’ এর মধ্যেই বুধবার কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রিপোর্ট তৈরি করতে সক্ষম যৌথ সংসদীয় কমিটি৷ সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের আগেই এই রিপোর্ট তৈরির কথা৷
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/O2uiATK
Previous article
Next article
Leave Comments
Post a Comment