তৃণমূলকে বাড়তি গুরুত্ব কেন্দ্রের https://ift.tt/p3yMRWX - MAS News bengali

তৃণমূলকে বাড়তি গুরুত্ব কেন্দ্রের https://ift.tt/p3yMRWX

এই সময়, নয়াদিল্লি: সংসদীয় রাজনীতিতে সরকারের তরফে বাড়তি গুরুত্ব দেওয়া হলো তৃণমূল কংগ্রেসকে৷ সরকারি সূত্রের দাবি, দু’টি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসকে।বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার দেওয়া হয়েছে বর্ষীয়ান তৃণমূল সাংসদ দোলা সেনের কাঁধে৷ পাশাপাশি রাসায়নিক ও সার মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ, প্রাক্তন জাতীয় ক্রিকেটার কীর্তি আজাদ৷ কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বা ডেরেক ও’ব্রায়ানের মত তৃণমূল কংগ্রেসের দুই বর্ষীয়ান সাংসদকে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো না? কেন কীর্তি আজাদ ও দোলা সেনকে দু’টি সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হিসেবে বাছা হয়েছে? এই মর্মে সংসদীয় অলিন্দে জল্পনা তৈরি হলেও তা খারিজ করা হয়েছে তৃণমূল সূত্রে৷ তৃণমূল শিবিরের যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ‘এক ব্যক্তি-এক পদ’ নীতি প্রযোজ্য রয়েছে৷ লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ইতিমধ্যেই দু’টি সংসদীয় কক্ষে দলের প্রধান৷ তার পরে তাঁদের পক্ষে অন্য কোনও পদ গ্রহণ করা সম্ভব নয়৷ এই কারণেই সরকারের প্রস্তাব আসার পরেই তৃণমূলের তরফে কীর্তি আজাদ ও দোলা সেনের নাম প্রস্তাব করা হয়েছে৷


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/DbFegNJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads