৯০০ কুকি-জঙ্গির খবর নেই, জানাল মণিপুরের প্রশাসনই https://ift.tt/4PSI1RO - MAS News bengali

৯০০ কুকি-জঙ্গির খবর নেই, জানাল মণিপুরের প্রশাসনই https://ift.tt/4PSI1RO

ইম্ফল: খোদ মুখ্যমন্ত্রীর বিবৃতিকে এক রকম ‘অসত্য’ বলে দাবি করলেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং ও রাজ্য পুলিশের ডিজি রাজীব সিং। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতি প্রকাশ করে তাঁরা জানান, ‘মিয়ানমার থেকে ৯০০ কুকি জঙ্গি ঢুকে মেইতেই গ্রামে হামলা চালাতে পারে — এই মর্মে যে ‘তথ্য’ দেওয়া হয়েছিল তার কোনও সারবত্তা খুঁজে পাওয়া যায়নি। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মণিপুরের মুখ্যমন্ত্রীর অফিস থেকেও জানিয়ে দেওয়া হলো, এই ধরনের ঘটনার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। জনসাধারণ যেন এই নিয়ে আর চিন্তা না করেন! অথচ পাঁচ দিন আগেই সিএম এন বীরেন সিং দাবি করেছিলেন, তিনি যে বারবার ‘বিদেশি’ কুকি জঙ্গিরা এসে মণিপুরকে অস্থির করে তুলেছে বলে জানিয়েছেন, তাতেই এই ‘জঙ্গি অনুপ্রবেশ’ সিলমোহর দিল! এ দিনের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘২৮ তারিখে মিয়ানমার থেকে আসা ৯০০ কুকি জঙ্গি মেইতেই গ্রামে হামলা চালাতে পারে বলে যে আশঙ্কা করা হয়েছিল, তার কোনও সত্যতা বাস্তবে মেলেনি। আমরা বিভিন্ন জনগোষ্ঠী ও সূত্র থেকে ওই তথ্য যাচাই করেছি। আমরা নিশ্চিত এমন কিছু ঘটেনি। ফলে এই ইনপুট বিশ্বাস করার আর কোনও ভিত্তি নেই।’ তবে বিবৃতিতে এ কথাও বলা হয়েছে, নিরাপত্তা কর্মীরা সব স্পর্শকাতর অঞ্চলেই সজাগ রয়েছেন। প্রতিটি জনগোষ্ঠীকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। তাঁদের কাছে অনুরোধ, কোনও রকম গুজব বা ভুয়ো তথ্যে বিশ্বাস করবেন না ও বিচলিত বা উত্তেজিত হবেন না। কুকি সংগঠনগুলি আগেই দাবি করেছিল, জঙ্গি অনুপ্রবেশের সরকারি দাবি কুকিদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালানোর জন্যর টানো হয়েছে। এই নিয়ে মামলার হুমকিও দেয়। তার পরেই এ দিনের বিবৃতি। পাঁচ দিন আগে যে ‘জঙ্গি অনুপ্রবেশের’ কথা সিএম জানান ও কুলদীপ সিং সমর্থন করেন, সেই কুলদীপই এ দিন ১৮০ ডিগ্রি ঘুরে পুরোটাই প্রায় অস্বীকার করলেন। অনেকেই মনে করছেন, তাঁর কাছে কেন্দ্র থেকে কোনও নির্দেশ এসে থাকতে পারে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/E80wBZS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads