ভোট হতে-হতে ১৮ মাস? ইঙ্গিত খোদ সেনাপ্রধানের https://ift.tt/9ZdIj4D - MAS News bengali

ভোট হতে-হতে ১৮ মাস? ইঙ্গিত খোদ সেনাপ্রধানের https://ift.tt/9ZdIj4D

কুদ্দুস আফ্রাদ ■ ঢাকাআগে সার্বিক সংস্কার হোক, পরে হবে ভোট— সম্প্রতি এমনই বার্তা দিতে শোনা গিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে। যার পাল্টা আবার ভোট করানোর জন্য চাপ দিতে শুরু করে বিএনপি। ক্রমশ আরও নানা শিবির থেকে বাড়তে থাকে চাপ। এ দিকে আবার অন্তর্বতী সরকারের মধ্যেও নানাবিধ ইস্যুতে ফাটল চওড়া হচ্ছে বলে দাবি ওয়াকিবহাল মহলের। ভারতে ইলিশ পাঠানো নিয়ে ঢাকার বাণিজ্য ও মৎস্য দপ্তরের মধ্যে যেমন আকচাআকচি কোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূসদের শর্তহীন সমর্থনের আশ্বাস দিলেন খোদ ওয়াকার-উজ-জামান। একইসঙ্গে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন— যত রাজনৈতিক চাপই থাক, বাংলাদেশে ভোট হতে-হতে ১৮ মাস! দেড় বছরের মধ্যে যাতে দেশে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের সব কাজ শেষ করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী যে এর মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না, সেই আশ্বাসও দেন তিনি। বলেন, ‘একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনও কারণ নেই। এমন কিছু করব না, যা আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। বাহিনীকে পেশাদারই রাখতে চাই।’দেশজোড়া ছাত্র আন্দোলনের মুখে গত ৫ অগস্ট ইস্তফা দিয়ে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন িদনের মাথায় সংবিধানকে কার্যত এড়িয়েই সুপ্রিম কোর্টের রেফারেন্সে অন্তর্বর্তী সরকার গঠন করেন ইউনূসরা। অনেকেই ধরে নিয়েছিল, এ নেহাতই অস্থায়ী বন্দোবস্ত। সেনাপ্রধানের ‘১৮ মাস’ মন্তব্যে তাই নেটিজ়েনের একাংশ বলছেন, ‘গন্ধটা খুব সন্দেহজনক।’ ‘বিশাল বাহিনী’ নিয়ে ইউনূসের রাষ্ট্রপুঞ্জে যাওয়া নিয়েও কটাক্ষ করছেন অনেকেই।কিন্তু সেনাপ্রধান যেমনটা বলছেন, সেই মতো দেড় বছরের মধ্যে সংস্কার সেরে ভোট করানো কি সম্ভব? এ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘এটা আমার জানার কথা নয়। আমার ধারণা, সরকার ও সর্বদলীয় আলাপ-আলোচনার মধ্য দিয়েই এটা নির্ধারিত হবে। একটা রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতেই সম্ভবত সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ আন্দোলনের অগ্রদূত নোবেলজয়ী ইউনূস ১৭ কোটি মানুষের বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করা এবং দেশে সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। এ প্রসঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটি রূপরেখা দিয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘যা-ই ঘটুক, তিনি (ইউনূস) যাতে তাঁর মিশন সম্পন্ন করতে পারেন, সেজন্য আমি সবসময় ওঁর পাশে থাকব। আমার মতে, দেড় বছরের মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়া উচিত।’সাক্ষাৎকারে সেনাবাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা এবং দীর্ঘমেয়াদে বাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেনাপ্রধান।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/w7mEosK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads