বন্যা দুর্গত শিশুদের জন্য দারুণ উদ্যোগ পূর্ব মেদিনীপুর পুলিশের https://ift.tt/Kb2xw6X - MAS News bengali

বন্যা দুর্গত শিশুদের জন্য দারুণ উদ্যোগ পূর্ব মেদিনীপুর পুলিশের https://ift.tt/Kb2xw6X

টানা বৃষ্টি ও ডিভিডির জল ছাড়ার কারণে বানভাসি রাজ্যের একাধিক জেলা। বৃষ্টি কমতে জলস্তর নামতে শুরু করলেও এখনও ঘরছাড়া বহু পরিবার। জলের তোড়ে ভেসে গিয়েছে আসবাব, প্রয়োজনীয় জিনিস-সহ শিশুদের বই-খাতা, পড়াশোনার সরঞ্জাম। অসহায় শিশুদের জন্য এগিয়ে এল পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার ভয়াবহ। বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। এই এলাকার শিশুদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করল জেলা পুলিশ। বাড়ির পড়ুয়াদের পড়াশুনার জন্য বই, খাতা-সহ যে সমস্ত জিনিস জলে ভেসে গিয়েছে, তার একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। হারিয়ে যাওয়া জিনিসের তালিকা তৈরি করে জমা দিতে হবে পুলিশের কাছে। বই-খাতা এবং অন্যান্য পড়াশোনার সরঞ্জাম কিনে দেওয়ার ব্যবস্থা করবে জেলা পুলিশ। সেই তালিকা ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো যাবে। নম্বরগুলো হল - ০৩২২৮-২৬৯৭৯৭ এবং ৯১৪৭৮৮৮৭০৪। এই নম্বরে সেই তালিকা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের পড়াশোনা যেন থেমে না থাকে, সেই কারণেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে। উল্লেখ্য, লাগাতার বৃষ্টির পর গত ১৮ সেপ্টেম্বর ভোরে কংসাবতী নদীর চার জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। পাঁশকুড়ার ১৮টি ওয়ার্ড-সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায় চলে যায়। এখনও বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। নদী বাঁধ ভেঙে এই বন্যায় প্রভূত ক্ষতি হয়েছে পাঁশকুড়া এলাকার মানুষজনদের। জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে অনেকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/Om6GFl9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads