একাধিক প্রশ্নের সামনে ইস্টবেঙ্গলের কোচ কুয়াদ্রাত https://ift.tt/vOHMc21 - MAS News bengali

একাধিক প্রশ্নের সামনে ইস্টবেঙ্গলের কোচ কুয়াদ্রাত https://ift.tt/vOHMc21

এই সময়: তিনি যখন প্রথম কোচ হয়ে ইস্টবেঙ্গলে এসেছিলেন, নায়কের মর্যাদা পেয়েছিলেন। তাঁর হাত ধরেই অনেক বছর পরে সুপার কাপের মতো জাতীয় পর্যায়ের ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। তখন লাল হলুদ সমর্থকরা কোচকে ম্যাজিশিয়ানের আখ্যা দিয়েছিলেন। সেই মধুচন্দ্রিমা বহুদিনই শেষ। লাল হলুদ জনতার চোখে ‘ম্যাজিশিয়ান’ কার্লেস কুয়াদ্রাতই এখন ভিলেন। আইএসএলের শুরুতেই পরপর দুই ম্যাচে হারের পরে কোচ বদলের হাওয়া উঠে গেল ইস্টবেঙ্গলে। এখনও পর্যন্ত কলকাতায় ঘরের মাঠে খেলেনি ইস্টবেঙ্গল। শুক্রবার যুবভারতীতে প্রতিপক্ষ এফসি গোয়া। সেই ম্যাচ না জিতে পারলে গ্যালারি থেকে কুয়াদ্রাতের জন্য ‘গো ব্যাক’ উড়ে এলে অবাক হওয়ার কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে এখন ঝড় বইছে। কেরালার কাছে হারের পরে কুয়াদ্রাত টিমে বোঝাপড়ার অভাব, শেষ মুহূর্তে মনোসংযোগ হারিয়ে গোল খাওয়া, আস্তে-আস্তে খেলায় উন্নতি, ইত্যাদি কথা বলে গেলেও তাতে লাভ নেই। কুয়াদ্রাতকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। যেমন, সবার আগে প্রি-সিজন শুরু করলেও টিমে এত বোঝাপড়ার অভাব কেন? টিমে ফিটনেসেরই বা এত অভাব কেন? সত্তর মিনিটের পরেই ক্লান্তি গ্রাস করে ফেলছে। একাধিক তরুণ ফুটবলার, যাঁরা কলকাতা লিগে দাপিয়ে খেলছেন, তাঁদেরকে বসিয়ে রাখা হচ্ছে। প্রভসুখন গিল একেবারেই ফর্মে নেই। তারপরেও তাঁকে গোলে খেলানো হচ্ছে কেন? সবচেয়ে বড় কথা, এ বার নিজের পছন্দের মতো টিম পেয়েছেন কুয়াদ্রাত। সব পেয়েও ম্যাচে এই হাল কেন?সমর্থকরা ধৈর্য হারালেও ম্যানেজমেন্ট এখনই কুয়াদ্রাতের উপর বিশ্বাস হারাচ্ছে না। কিন্তু সেটা কতদিন? শুক্রবার থেকেই যদি ঘুরে দাঁড়ানো শুরু না হয়, তা হলে এ বারও প্রথম ছয় কঠিন হয়ে যাবে ইস্টবেঙ্গলের।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/EJ0IQyg
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads