Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/nDoeiFb
ঝড় তুলে জয় প্রণয়ের, প্রি-কোয়ার্টারে 'লক্ষ্য'ভেদের পালা https://ift.tt/tk9a7hD

চলতি প্যারিস অলিম্পিক্সে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ভারতীয় ব্য়াডমিন্টন তারকা এইচএস প্রণয়। ২০২২ এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী এই ভারতীয় শাটলার ইতিমধ্যে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। বুধবার রাতে তিনি ভিয়েতনামের লি ডাক ফাটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এই ম্যাচে প্রণয় ২-১ ব্যবধানে জয়লাভ করেন। ফলাফল ১৬-২০, ২১-১১, ২১-১২। পিছিয়ে পড়েও প্রণয় যেভাবে কামব্যাক করেছেন, তার প্রশংসা সকলে করছেন। এবার শেষ ১৬-র লড়াইয়ে তাঁকে ভারতের লক্ষ্য সেনের বিরুদ্ধে কোর্টে নামতে হবে। ফলে টিম ইন্ডিয়ার কাছে এটা খানিকটা দূর্ভাগ্যজনকভাবে লক্ষ্য এবং প্রণয়ের মধ্যে কোনও একজন ভারতীয় শাটলারই পদক জয় করতে পারবেন। এবার ম্যাচের কথায় বিস্তারিত আসা যাক। ভিয়েতনামের শাটলার লি ডাক ফাট প্রথম গেমেই এইচএস প্রণয়কে ২১-১৬ ব্যবধানে পরাস্ত করে। প্রথম গেমে একটা সময় প্রণয় দুর্দান্ত কামব্যাক করে স্কোর ১৪-১৫ ব্যবধানে নিয়ে গিয়েছিলেন। কিন্তু, এরপর ভিয়েতনামের শাটলার টানা ৩ পয়েন্ট সংগ্রহ করে প্রণয়ের বিরুদ্ধে ১৮-১৫ ব্যবধানে এগিয়ে যান। এরপর প্রণয় আর ম্যাচে ফিরতে পারেননি। আর ভিয়েতনামের শাটলার তাঁকে সহজেই হারিয়ে দেন। দ্বিতীয় গেমে দুর্দান্ত কামব্যাক করেন এইচএস প্রণয়। একটা সময় তিনি ভিয়েতনামের শাটলারের বিরুদ্ধে ১১-৭ ব্যবধানে এগিয়ে যান। এরপর প্রণয় দ্বিতীয় গেমে ২১-১১ ব্যবধানে 'শানদার' জয়লাভ করেন। তৃতীয় গেমে প্রণয় আর তাঁর প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। ২১-১২ ব্যবধানে জয়লাভ করে প্রি কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেন।ইতিপূর্বে, এইচএস প্রণয় ২০২৪ প্যারিস অলিম্পিক্সের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে জার্মান প্রতিপক্ষকে পরাস্ত করেছিলেন। তিনি ফ্যাবিয়ান রথকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছিলেন। ম্যাচের ফলাফল হয়েছিল ২১-১৮, ২১-১২। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলস ইভেন্টে ভারতের লক্ষ্য সেনও শেষ ১৬ রাউন্ডের আসন পাকা করে ফেলেছেন। পাশাপাশি মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু জয় দিয়ে প্যারিস অলিম্পিক্স অভিযান শুরু করেছেন। সিন্ধুও প্রি-কোয়ার্টারে নিজের জায়গা পাকা করে ফেলেছেন।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/nDoeiFb
Previous article
Next article
Leave Comments
Post a Comment