Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/8UpQhrT
অধরা রইল ইতিহাস, স্বপ্ন দেখিয়েও প্রি কোয়ার্টারেই বিদায় শ্রীজার https://ift.tt/QGFk64K

প্যারিস অলিম্পিক্সে আরও একটি হৃদয়বিদারক বিদায়ের সাক্ষী রইল ভারত। টেবিল টেনিস খেলোয়াড় মহিলাদের সিঙ্গলস ইভেন্টে শেষ ১৬ রাউন্ড থেকেই বিদায় নিলেন। প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে তিনি সান ইংশার বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হেরে গেলেন। এই হারের পাশাপাশি প্যারিস অলিম্পিক্সে শ্রীজার অভিযান (সিঙ্গলস) শেষ হয়ে গেল। ম্যাচের শেষে তিনি কার্যত চূড়ান্ত হতাশায় ভেঙে পড়লেন। এই ম্যাচ জিতলে অলিম্পিক্সে ভারতীয় মহিলা টেবিল টেনিসের ইতিহাস বদলে যেতে পারত।ম্যাচের শুরুটা বেশ ধামাকাদার মেজাজেই শুরু করেছিলেন শ্রীজা। শেষ ১৬ রাউন্ডে সান ইংশার বিরুদ্ধে একটা সময় তিনি ১০-৬ ব্যবধানে এগিয়ে ছিলেন। এরপর তিনি আচমকাই স্নায়ুর লড়াইয়ে পিছিয়ে পড়েন। টানা চারটে পয়েন্ট তিনি হাতছাড়া করেন। আর সেইসঙ্গে প্রথম গেমটা তিনি চৈনিক প্রতিপক্ষের হাতে কার্যত তুলে দেন।তবে দ্বিতীয় গেমে ফের কামব্যাক করার চেষ্টা করেন শ্রীজা। একটা সময় তিনি ১০-৫ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। আবারও তিনি ম্যাচের রাশটা ছেড়ে গেন। টানা ৫ পয়েন্ট হারালেন তিনি। আর সেইসঙ্গে হাতছাড়া হয়ে যায় দ্বিতীয় গেমও। এরপর তৃতীয় এবং চতুর্থ গেমে সানের সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না শ্রীজা। কেন চিনের এই প্যাডলার বিশ্বের নম্বর ওয়ান, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন। আর সেইসঙ্গে শ্রীজাকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়।প্যারিস অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে শ্রীজা আকুলা পরাস্ত হলেও তাঁর পারফরম্যান্স সর্বত্র প্রশংসিত হয়েছে। মনিকা বাত্রার পাশাপাশি তিনিও অলিম্পিক্স টুর্নামেন্টে প্রথম দুই ভারতীয় মহিলা টেবিল টেনিস প্লেয়ার হিসেবে প্রি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন।যদি প্রথম দুটো গেমে শ্রীজা গেম পয়েন্ট সংগ্রহ করতে পারতেন, তাহলে এই ম্য়াচের ফলাফল আলাদাও হতে পারত। শ্রীজা এই ম্যাচটা যেখানে ৪-০ ব্যবধানে হেরে গিয়েছেন, সেখানে তিনি ২-০ ব্যবধানে এগিয়েও যেতে পারতেন। তবে প্যারিস অলিম্পিক্সে শ্রীজার অভিযান এখনও শেষ হয়নি। এরপর ভারতের হয়ে মহিলাদের টিম ম্যাচে মনিকা বাত্রা এবং অর্চনা গিরিশ কামাথের সঙ্গে জুটি বেঁধে রোমানিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। প্রি কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটা আগামী ৫ অগস্ট আয়োজিত হবে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/8UpQhrT
Previous article
Next article
Leave Comments
Post a Comment