টি২০ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত পাকিস্তান, মুখ খুলল PCB https://ift.tt/qwh8kYC - MAS News bengali

টি২০ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত পাকিস্তান, মুখ খুলল PCB https://ift.tt/qwh8kYC

পাকিস্তান দল এবার বিশ্বকাপের গ্রুপস্তর থেকে ছিটকে গিয়েছে। এককালে বিশ্ব ক্রিকেটে অন্যতম বড় ত্রাস পাকিস্তান দল এবার ভারত ও আমেরিকার কাছে হেরে গিয়েছে। বিশ্বকাপের আগে পাকিস্তান দলে অনেক পরিবর্তন করা হয়েছিল, ফেরানো হয়েছিল অধিনায়ক পদে বাবরকে। কিন্তু এই পরিবর্তনগুলো জলে গিয়েছে, ফলে পাকিস্তানকে হেরে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকে। এই বিশ্বকাপ থেকে বিদায়ের পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুলল বোর্ড। কী অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে?পাক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে অভিযোগ তোলেন পাকিস্তানের এক সাংবাদিক। তিনি একটি ভিডিয়োতে সরাসরি জানান, বাবর আজমকে তাঁর ভাই ৭-৮ কোটি টাকা দামের গাড়ি দিয়েছেন। কিন্তু বাবর আজমের ভাই সেরকম আয় করেন না। তিনি এটাতে প্রশ্ন তোলেন, তাহলে বাবরকে এই বিপুল দামের গাড়ি কী করে উপহার দেওয়া হল। পাশাপাশি আমেরিকার মতো ছোট দলের কাছে হারের পর বাবর আজমের স্বার্থ নিয়ে প্রশ্ন তোলেন সেই সাংবাদিক।কী বলল PCB?অভিযোগ ওঠার পর অবশেষে মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা একটি প্রেস বিবৃতিতে বলে, ‘আমরা সবাই এই ধরনের মন্তব্য নিয়ে ওয়াকিবহাল। নিন্দা খেলার অংশ, আমাদের এতে কোনও আপত্তি নেই। তবে ম্যাচ গড়াপেটার মতো ভিত্তিহীন অভিযোগ কোনও পরিস্থিতিতেই সহ্য করা হবে না। ম্যাচ গড়াপেটা নিয়ে PCB-র কোনও সন্দেহ নেই, তাহলে আমরা কেন তদন্ত করব? যারা অভিযোগ করছেন তাঁদের প্রমাণ দেওয়া উচিত। যারা অভিযোগ করছেন তাঁদের আমরা নোটিশ পাঠাব এবং জবাব চাইব।’জানা গিয়েছে, যেই সাংবাদিক বাবর আজমের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছেন তাঁকে আইনি নোটিশ পাঠাবেন বাবর।এবার বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর হতাশা প্রকাশ করেছেন সমর্থক, প্রাক্তন ক্রিকেটার সকলেই। প্লেয়ারদের আর্মি ট্রেনিং দেওয়া হলেও ক্রিকেট খেলার মতো তাঁদের ফিটনেস ছিল না বলে অভিযোগ করেন প্রাক্তন ক্রিকেটাররা। ম্যাচ জেতার তাগিদ ছিল না বলে মন্তব্য করেন তাঁরা। প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম জানিয়েছেন, পাকিস্তানের প্লেয়াররাই নিজেদের হারিয়ে দেন। কোনও শত্রু দেশের দরকার নেই তাদের হারানোর জন্য। এরপর ম্যাচ গড়াপেটার অভিযোগ, সব মিলিয়ে চাপে পাকিস্তান ক্রিকেট।


from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/dQWF2HB
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads