কবে বসছেন ভারতীয় দলের হটসিটে? মুখ খুললেন গম্ভীর https://ift.tt/VgRkrwI - MAS News bengali

কবে বসছেন ভারতীয় দলের হটসিটে? মুখ খুললেন গম্ভীর https://ift.tt/VgRkrwI

রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের আগামী অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীরের নাম সবার আগে রয়েছে। একাধিক মহল থেকে দাবি করা হয়েছে কোচের হটসিটে বসার জন্য তৈরি, শুধু আনুষ্ঠানিক নাম ঘোষণা বাকি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। এবার এই জল্পনার মাঝেই ভারতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন গম্ভীর। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে গেলেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি গম্ভীর। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হওয়ার পর তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হন। আর দুবারই সাফল্য পান, KKR-কে চ্যাম্পিয়ন করেন। এরপর তাঁকে জাতীয় দলের কোচ হিসেবে দেখার জন্য দাবি জমা পড়ে। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষে তাঁকে কোচ করা হবে বলে জল্পনা ছড়ায়। এই পরিস্থিতিতে একটি সেমিনারে সম্প্রতি বক্তব্য রাখেন গম্ভীর। তাঁকে প্রশ্ন করা হয় ভারতীয় দলের কোচ নিয়ে। তিনি বলেন, ‘আমি অত দূরে কিছু দেখতে পারছি না। তোমরা আমাকে চাপে রাখছ এই ধরনের কঠিন প্রশ্ন করে। এখনই উত্তর দেওয়া কঠিন। আমি শুধু বলতে চাই, আমি এখানে এসে খুশি। একটা দারুণ যাত্রা শেষ করলাম। সব মিলিয়ে আমি এখন একটা খুশির জায়গায় দাঁড়িয়ে আছি।’এরপর তিনি নিজের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। মেন্টর হিসেবে লখনউ সুপার জায়ান্টসকে প্রথম বছর রানার্স আপ করেন তিনি, এরপর দ্বিতীয় বছর তিনি প্লেঅফে নিয়ে যান। আর KKR-এ এসে প্রথম বছরেই চ্যাম্পিয়ন। রাজনীতিতে ভোটে নেমে প্রথমবারেই সাংসদ হন তিনি। নিজের এই গোল্ডেন পিরিয়ড নিয়ে মন্তব্য করে গম্ভীর বলেন, ‘যদি ব্যক্তির থেকে দলকে এগিয়ে রাখার ইচ্ছে থাকে, তাহলে সবকিছু ঠিকঠাক হবে। আজ না হলে আগামীকাল হবে। সেটা না হলে কোনও একটা দিন হবে। আমার কাজ হচ্ছে দলকে জেতানো, মেন্টর হিসেবে আমি KKR-কে জিতিয়েছি।’KKR-এর সাফল্য নিয়ে তিনি জানান, দলের প্রত্যেকেই নেতা। প্রত্যেকের উপর দায়িত্ব ছিল নেতৃত্বের। সবাই নিজের কাজটা করায় সাফল্য এসেছে বলে গম্ভীর মন্তব্য করেন। এরসঙ্গে রয়েছে প্রত্যেক প্লেয়ারকে সমান গুরুত্ব দেওয়া। সেই প্লেয়ার প্রথম একাদশে খেলুন বা না খেলুন, প্রত্যেকে সমান গুরুত্ব পেলেই দল সাফল্য পাবে বলে মন্তব্য করেছেন তিনি।


from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/6qipyOM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads