Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
Read Latest Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/3LKDVyu
পুরনো ফর্মুলাতেই বাজিমাত? কেমন হবে ভারতের প্রথম একাদশ? https://ift.tt/DHkoTp0
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টিম ইন্ডিয়ার একমাত্র লক্ষ্য হল খেতাব জয় করা। আর সেকারণে বাংলাদেশের বিরুদ্ধে তাদের ভালো পারফরম্যান্স করতেই হবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচই টিম ইন্ডিয়ার পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, এমনটাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন। আশা করবেন, তাঁর দলের তারকা ক্রিকেটাররা আগামী ২৪ জুনের আগেই চেনা ছন্দে যেন ফিরতে পারে। এই টুর্নামেন্টে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এখনও পর্যন্ত সেভাবে নজর কাড়তে পারেননি। অন্যদিকে, দলের বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার শিবম দুবের থেকেও বড় রান প্রত্যাশা করা হচ্ছে।আইপিএল টুর্নামেন্টের যে ফর্মের কারণে শিবম দুবে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন, সেটা বিশ্বকাপে এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তিনি আমেরিকার বিরুদ্ধে ৩১ রানে অপরাজিত থাকেন। কিন্তু, সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের দৌলতে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করেছে। শিবম যদি আরও একবার ব্যর্থ হন, তাহলে টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসনকে নিয়ে চিন্তাভাবনা করতে পারে। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ফর্ম টিম ইন্ডিয়াকে কিছুটা হলেও স্বস্তিতে রাখবে বলে আশা করা যায়।এমনিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল খুব একটা বেশি পরিবর্তন করা হবে বলে মনে হচ্ছে না। ভারতীয় ক্রিকেট দল উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারে। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধেও সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল এবং যুজবেন্দ্র চাহালকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখা যাবে না। চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমবার চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছিল। তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন। এই পরিস্থিতিতে কুলদীপকে বাইরে রাখার কোনও প্রশ্নই ওঠে না। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম একাদশে সৌম্য সরকারের প্রত্যাবর্তন হতে পারে।
ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম একাদশ:
সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহদি হাসান, রিশাদ হুসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/3LKDVyu
Previous article
Next article
Leave Comments
Post a Comment