বজায় রইল ভারতের শাসন, বাংলাদেশকে উড়িয়ে সেমির দোড়গোড়ায় রোহিতরা https://ift.tt/UxyhO5V - MAS News bengali

বজায় রইল ভারতের শাসন, বাংলাদেশকে উড়িয়ে সেমির দোড়গোড়ায় রোহিতরা https://ift.tt/UxyhO5V

চলতি টি-২০ বিশ্বকাপে অপরাজেয় খেতাব ধরে রাখল ভারত। গ্রুপস্তরের পর সুপার এইটেও পরপর দুটো ম্যাচে জিতল টিম ইন্ডিয়া। আফগানিস্তানের পর বাংলাদেশকে হারাল ভারত। এদিন পড়শি দেশকে ৫০ রানে পরাস্ত করল টিম ইন্ডিয়া। ব্যাটিং ও বোলিং দুটো বিভাগেই বাংলাদেশকে কুপোকাত করল টিম ইন্ডিয়া।ওপেন করতে নেমে এদিন ভারত ভালো শুরু পায়। রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটি ৩৯ রান করে। রোহিত শর্মা শাকিব আল হাসানের বলে আউট হলেও তিনি শুরুতে রানের গতিটা ঠিক করে দেন। ১১ বলে ২৩ রান করেন রোহিত। তাঁর দেখানো পথে নেমে ঋষভ পন্থ খেলা শুরু করেন। তবে টপ অর্ডারের মধ্যে কেউই বড় রান পাননি। পন্থ ২৪ বলে ৩৬ রান করে ও তার আগে ২৮ বলে ৩৭ রানে ফেরেন বিরাট কোহলি। সূর্যকুমার যাদব ব্যর্থ হন। প্রথম বলে ছয় মেরে পরের বলে ফেরেন তিনি। পরপর চারটে উইকেট হারানোর পর দলের হাল ধরে শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া জুটি। হাফসেঞ্চুরির পার্টনারশিপ করে। দুবে দীর্ঘদিন পর রান পেলেন। ২৪ বলে তিনি ২৪ রান করেন। তিনটে ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত হার্দিক টিকে থেকে দলের রান ১৯৬ তে নিয়ে যান। শেষ বলে চার মেরে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন হার্দিক। বাংলাদেশের হয়ে দুটো করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। একটি উইকেট নেন শাকিব আল হাসান।রান তাড়া করতে নেমে বাংলাদেশ ভারতের রাস্তা নিয়ে দ্রুত রান তোলার চেষ্টা করে। কিন্তু ভারতের টাইট বোলিংয়ে বেশ চাপে পড়তে হয় তাদের। ৪.৩ ওভারে লিটন দাস ফেরেন। ১৩ রান করে আউট হন তিনি। এরপর তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত দলকে টানার চেষ্টা করেন। তাঁদের পার্টনারশিপ ভাঙেন কুলদীপ যাদব। তানজিদ হাসানকে ২৯ রানে ফেরান কুলদীপ। এরপর শুরু হল কুলদীপের জাদু। বাংলাদেশের বোলাররা যেই পিচ থেকে টার্ন পাচ্ছিলেন না সেই পিচ থেকেই বল টার্ন করিয়ে বাজিমাত করেন কুলদীপ। তানজিদকে ফেরানোর পর তিনি তৌহিদ হৃদয়কে ফেরান। এরপর সাকিব আল হাসানকেও আউট করেন কুলদীপ। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার সাকিব করেন ১১ রান। অধিনায়ক শান্ত দলকে টানার বদলে স্লোয়ার বলে ছয় মারতে গিয়ে আউট হন। এরপর জাকের আলি সেই স্লোয়ার বলে আউট হন। এরপর মাহমুদুল্লা শেষ পর্যন্ত থাকলেও তিনি জেতাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে তিনটে উইকেট নেন কুলদীপ যাদব। দুটি করে উইকেট নেন আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ। একটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।


from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/kKXQdHh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads