Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
Read Latest Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/K2uCVkP
'জেতার তাগিদ ছিল না', ম্যাচ হেরে ব্যাটারদের দিকে আঙুল বাংলাদেশ অধিনায়কের https://ift.tt/b8xqVHh
অস্ট্রেলিয়ার কাছে DLS নিয়মে হারের পর বাংলাদেশের অধিনায়ক জানিয়েছিলেন তাঁরা ভারত ও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করবেন। তাদের কাছে সুবিধা ছিল অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচটা একই স্টেডিয়ামে হওয়ায়। ফলে তাঁদের ভ্রমণ করতে হয়নি। একই পিচে পরপর দুটো ম্যাচ খেললেও সেই সুবিধা নিতে পারলেন না সাকিব আল হাসানরা। ব্যাটিং ও বোলিং দুটো বিভাগে জঘন্য পারফর্ম করে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে টাইগাররা। আর ম্যাচ হারের জন্য ব্যাটারদের ঘাড়ে দোষ চাপালেন অধিনায়ক।এদিন ম্যাচ ৫০ রানে হারে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হারের পর ভারতের কাছে ৫০ রানে হারে তারা। ম্যাচ হারের পর নিয়ম মেনে অধিনায়ক দলের ফল নিয়ে মুখ খোলেন। সেখানে শান্ত বলেন, ‘আমরা আশা করেছিলাম ওদের ১৬০-১৭০ রানে আটকাতে পারব। কিন্তু ওরা দারুণ ব্যাট করেছে তাই ওদের পুরো কৃতিত্ব প্রাপ্য। আবহাওয়া এবং হাওয়া কোনও ফ্যাক্টর নয়, প্লেয়াররা এই আবহাওয়া এবং হাওয়ায় খেলতে অভ্যস্ত। যতটা একাগ্রতা দেখানো উচিত ছিল ম্যাচ জেতার জন্য আমরা সেটা দেখাতে পারিনি ব্যাট হাতে, আমরা যখন ১৯০ রান তাড়া করছিলাম, আমাদের আরও বেশি আগ্রাসন দেখাতে হতো। বিশেষ করে প্রথম ছয় ওভারে। দলের জন্য খেলে ম্যাচ শেষ করা উচিত ছিল। তানজিম শাকিব টুর্নামেন্টে দারুণ খেলেছে আর এখন রিশাদও ভালো করছে, আমরা লম্বা সময় ধরে একজন লেগ স্পিনার খুঁজছিলাম।’ম্যাচ জিতে রোহিত শর্মা বলেন, 'আমরা সহজেই পরিবেশ ও সবকিছুর সঙ্গে মানাতে পেরেছি। হাওয়াটা একটা সমস্যা ছিল এখানে, আমরা সব মিলিয়ে ব্যাট ও বলে স্মার্ট ক্রিকেট খেলেছি। আটটা ব্যাটাররা নিজের ভূমিকা পালন করতে হবে। আমাদের একজন মাত্র ৫০ রান করেছে আর আমরা ১৯৭ রান করতে পেরেছি। টি-২০ তে আমি মনে করি না তোমাকে হাফসেঞ্চুরি করতে হবে, গুরুত্বপূর্ণ হচ্ছে বোলারদের উপর চাপ দেওয়া। হার্দিকের ব্যাটিং আমাদের ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। হার্দিক জানে ওর কাজটা কী। ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার। ও যদি এটাই করে যায় তাহলে আমরা আরও ভালো জায়গায় যাব।'বাংলাদেশের এরপর ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে ২৪ জুন। যদি তার আগে আফগানিস্তান অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তাহলে সেই ম্যাচের আর দাম থাকবে না।
from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/K2uCVkP
Previous article
Next article
Leave Comments
Post a Comment