কম খরচে ঘরে বসে শুরু করুন প্যাকিং ব্যবসা, প্রতি মাসে আয় হবে 20 হাজার টাকা https://ift.tt/ROSd51J - MAS News bengali

কম খরচে ঘরে বসে শুরু করুন প্যাকিং ব্যবসা, প্রতি মাসে আয় হবে 20 হাজার টাকা https://ift.tt/ROSd51J

কৃত্তিম বুদ্ধিমত্ত্বার দৌলতে চাকরির বাজারে ছাঁটাই শুরু হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ নিয়মিত ভাবে চাকরি হারাচ্ছেন। কৃত্তিম বুদ্ধিমত্তা ছাড়াও এর পিছনে রয়েছে বৈশ্বিক মন্দাও। ফলে চাকরি নিয়ে অনেকে বিরক্ত। আর সেই কারণেই নানা ধরনের ব্যবসার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রায় অনেকেই একটা বিষয় সম্পর্কে একমত হন যে, চাকরির তুলনায় ব্যবসায় উপার্জনের সম্ভাবনা অনেক বেশি। এর জন্য চাই নিষ্ঠা ও শ্রম। আজকের তরুণ প্রজন্ম অনেক বেশি মাত্রায় ব্যবসার দিকে ঝুঁকেছে। বহু তরুণ রয়েছেন, যারা কলেজে পড়ার পর ব্যবসা করে বাম্পার ইনকাম করছে। এখানে এমনই একটি দেওয়া হচ্ছে।এখানে বলা হচ্ছে প্যাকেজিং ব্যবসার বিষয়ে। এটি এমন একটি কাজ যা বাড়ির মহিলারাও ঘরে বসে সহজেই করতে পারে। বর্তমানে দৈনন্দিন ব্যবহারে ব্যবহৃত পণ্যের প্যাকেজিংয়ের চাহিদা বেড়েছে। অনলাইন কেনাকাটার ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণেই প্যাকেজিং শিল্পের চাহিদা এখন আকাশছোঁয়া।আসলে খাবার, পানীয়, এফএমসিজি পণ্য সরবরাহের জন্য বিশেষ প্যাকেজিং প্রয়োজন। বাড়ির যে কোনও একটা রুম থেকেও শুরু করা যেতে পারে। খুব কম খরচে এই ব্যবসা শুরু করা যেতে পারে। এর ফলে ভালো মুনাফা অর্জনও করা যেতে পারে।প্যাকেজিং এমন একটি জিনিস, যা সঠিক না হলে কোনও কোম্পানির ব্যবসা ক্ষতিগ্রস্ত পর্যন্ত হতে পারে। যে কোনও জিনিসের প্যাকিং খুব ভালো হওয়া উচিত। বড় কোম্পানিগুলি তাদের পণ্য প্যাকেজিংয়ে প্রচুর অর্থ ব্যয় করে। প্যাকিংয়ের কাজ দুইভাবে শুরু করা যায়। প্রথম উপায় হল, সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আরেকটি উপায় হল, কাছাকাছি পাইকার বা খুচরো বিক্রেতার কাছ থেকে প্যাকিং কাজ নিতে পারেন।কোম্পানির কাছ থেকে প্যাকিংয়ের কাজ নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হল কোম্পানি নিজেই প্যাকিংয়ের সমস্ত উপকরণ সরবরাহ করে। এক্ষেত্রে কাজ হিসেবে শুধুমাত্র পণ্যটি প্যাক করতে হবে। এতে কোনও বিনিয়োগেরও প্রয়োজনও নেই।কোম্পানি থেকে কাজ পেতে হলে সংস্থার মালিক বা ম্যানেজারের কাছে যোগাযোগ করা যেতে পারে। যদি এলাকায় কোনও কোম্পানি না থাকে, তাহলে ইন্টারনেট থেকেও এমন কিছু কোম্পানিতে আবেদন করা যেতে পারে।

কত টাকা উপার্জন করা যেতে পারে?

প্রাথমিক পর্যায়ে এই কাজে খুব বেশি আয় না হলেও, ধীরে ধীরে হাত চালু হলে আয় আরও বাড়বে। 5000-6,000 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করা যেতে পারে। পরিবর্তে কোনও ব্যক্তি, সহজেই এই ব্যবসা থেকে প্রতি মাসে 20,000-25,000 টাকা উপার্জন করতে পারেন।


from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/DxZNnOy
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads