কৃতিত্ব দিলেন দলকেই, অস্ট্রেলিয়াকে উড়িয়ে ম্যাচের সেরা রোহিত শর্মা https://ift.tt/couQwmq - MAS News bengali

কৃতিত্ব দিলেন দলকেই, অস্ট্রেলিয়াকে উড়িয়ে ম্যাচের সেরা রোহিত শর্মা https://ift.tt/couQwmq

অস্ট্রেলিয়ার কাছে ওডিআই বিশ্বকাপ ফাইনাল হার এখনও বারবার শোনা যায় রোহিত শর্মার মুখে। চলতি বিশ্বকাপের সময় একটি সাক্ষাৎকারে রোহিত সেই ১৯ নভেম্বরের কথা তুলে ধরেছিলেন। দিনটা ভুলতে চেয়েও পারছিলেন না তিনি। জানিয়েছিলেন দুঃস্বপ্ন কেন নয় সেই ১৯ নভেম্বর। অবশেষে সেই দুঃস্বপ্ন কিছুটা হলেও কাটিয়েছেন তিনি। বিশ্বকাপ ফাইনালে হারের বদলা সুপার এইটে না নেওয়া গেলেও অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের যাত্রা কঠিন করা গিয়েছে। আর ম্যাচের সেরা রোহিত শর্মা। বিশ্বকাপ ফাইনাল হারের পর চোখের জল লুকোতে টুপি দিয়ে মুখ ঢেকেছিলেন। আর ২৪ জুন ২০২৪ সালে এক গাল হাসি। ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে ভালো শুরু দিলেন। এরপর অধিনায়কত্বের জাদুতে অস্ট্রেলিয়াকে আটকে রাখলেন মাত্র ১৮১ রানে। সঙ্গে ম্যাচের সেরা হলেন। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘আমরা জানি বিপক্ষকে, ওরা কতটা ভয়ঙ্কর সেটাও জানি। দল হিসেবে আমরা ভালো করেছি, আমাদের যেটা করার দরকার সেটা করেছি। দল হিসেবে এটা আমাদের ভালো কনফিডেন্স দিয়েছে। ২০০ ভালো রান কিন্তু এই ভেন্যুতে হাওয়া একটা বড় সমস্যার। আমি মনে করি, আমরা এই পরিবেশটাকে কাজে লাগাতে পেরেছি, এবং এটা হয়েছে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য। আমরা জানি কুলদীপের শক্তি কোথায়, ওকে সেই হিসেবে ব্যবহার করেছি। নিউ ইয়র্কের পিচ ছিল সিমার ফ্রেন্ডলি। তাই কুলদীপ খেলেনি, এখানে ওর প্রিয় পিচ, তাই ও খেলছে। সেমিফাইনালে আমরা আলাদা কিছু করব না, একইভাবে খেলে যাব এবং সবাই নিজের কাজটা করব। ফ্রি খেলব। বেশি কিছু ভাবব না। বিপক্ষের কথা না ভেবে নিজের খেলা খেলতে হবে।’এদিন রোহিত শর্মা ১৯ বলে হাফসেঞ্চুরি করেন। যেখানে রোহিতের টি-২০ ক্রিকেট কেরিয়ার শেষ বলে আলোচনা চলছে সেই সময় তিনি জ্বলে উঠলেন। ওপেন করতে নেমে যেমন বিপক্ষের বিশ্বমানের পেসারদের পেটালেন, তেমনই স্পিনারদেরও ছাড়লেন না। বিশেষ করে বিরাট ফেরার পর তাঁর খেলায় পরিবর্তন হয়। আটটা ছক্কা মারেন রোহিত। চলতি বিশ্বকাপে এই আগ্রাসী মেজাজ তাঁকে অন্য ম্যাচে দেখা যায়নি। এই ম্যাচ জেতা যেমন গুরুত্বপূর্ণ ছিল, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল তাঁর কাছে জবাব। দেড় লাখ মানুষকে চুপ করিয়েছিলেন প্যাট কামিন্স। আর রোহিত কিছু না বলেও অনেককে চুপ করিয়ে দিলেন।


from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/GqIANn9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads