Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
Read Latest Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/cGfpmOV
এফডি'তে প্রায় 10 শতাংশের সুদ, গ্রাহকদের সুখবর শোনাল কোন ব্যাঙ্ক? https://ift.tt/jVwdZmS
জুন মাসে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে একাধিক ব্যাঙ্ক। এবার সেই লিস্টে নাম লেখাল নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। সম্প্রতি, এই ব্যাঙ্কটি এফডি রেটে পরিবর্তন করেছে। ফিক্সড ডিপোজিটে সুদের হার 0.50 শতাংশ বা 50 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এই ব্যাঙ্কটি এফডি-তে সর্বোচ্চ রিটার্ন দেওয়া ব্যাঙ্কে পরিণত হয়েছে।
সর্বোচ্চ সুদের হার কত?
বিশেষ বিষয় হল, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য এফডি- তে 9.25 শতাংশ পর্যন্ত রিটার্ন দিচ্ছে। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই হার রয়েছে 9.75 শতাংশ। নতুন সুদের হার লাগু হওয়ার আগে ব্যাঙ্কটি সাধারণ নাগরিকদের জন্য সুদ দিচ্ছিল 8.75 শতাংশ হারে। যা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ছিল 9.25 শতাংশ পর্যন্ত সুদ।কোন মেয়াদে ব্যাঙ্ক এই সুদ দিচ্ছে?
বিশেষ বিষয় হল, 366-545 দিনের FD- তে 8.75 শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকদের 9.25 শতাংশ সুদ অফার করছে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই সুদ 5 কোটি টাকা পর্যন্ত FD- এর ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যদিকে, 546 দিন থেকে 1,111 দিনের জন্য, ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য 9.25 শতাংশ হারে সুদ অফার করছে। যেখানে, এই একই মেয়াদে প্রবীণ নাগরিকদের ব্যাঙ্কটি 9.75 শতাংশ সুদের হার অফার করছে৷সিনিয়র সিটিজেনদের জন্য নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সুদের হার-
- 7 – 14 দিন: 3.75 শতাংশ
- 15 – 29 দিন: 4.25 শতাংশ
- 30 – 45 দিন: 4.75 শতাংশ
- 46 – 90 দিন: 5.25 শতাংশ
- 91 – 180 দিন: 6.75 শতাংশ
- 365 দিন 545 দিন: 9.25 শতাংশ
- 546 - 1111 দিন: 9.50 শতাংশ
- 1112 - 1825 দিন: 8.50 শতাংশ
- 1826 - 3650 দিন: 6.75 শতাংশ
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে টাকা রাখা কি নিরাপদ?
ব্যাপক সুদের হার দেখে অনেক বিনিয়োগকারী প্রশ্ন করছেন, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে টাকা রাখা কি নিরাপদ? এক্ষেত্রে মনে রাখতে হবে, যে কোনও ব্যাঙ্কই দেউলিয়া হতে পারে। এমন ক্ষেত্রে ডিপোজিটাররা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অর্থাৎ ডিআইসিজিসি-র বিমার মাধ্যমে কভার পেতে পারেন। এই বিমার আওতায় গ্রাহকেরা সর্বোচ্চ 5 লাখ টাকা পাওয়ার অধিকারী হন।from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/cGfpmOV
Previous article
Next article
Leave Comments
Post a Comment