Ajker Bangla Khabar
Bangla News
Bengali Khabar
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/Eke6yKh
'সাবাস ভাই...', হার্দিকের পিঠ চাপড়ে প্রশংসা 'ক্যাপ্টেন' রোহিতের https://ift.tt/Vauq2Wi
সোমবার (৬ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে মুম্বই ৭ উইকেটে জয়লাভ করে। ৫১ বলে বিধ্বংসী একটি শতরান করেন মুম্বইয়ের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে সূর্যের এই ফর্ম টিম ইন্ডিয়াকে যে স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে। তবে স্বস্তির আরও একটি কারণ রয়েছে। বল হাতে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত কামব্যাক। হায়দরাবাদের বিরুদ্ধে হার্দিক তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনের এই কামব্যাক দেখে যারপরনাই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সোমবার নীতীশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ এবং মার্কো জেনসেনের উইকেট শিকার করেছেন। ১৫.১ ওভার শাহবাজের উইকেট তুলে নেন হার্দিক। লং অনে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শাহবাজ। আর সঙ্গে সঙ্গে হার্দিকের দিকে দৌড়ে আসেন রোহিত। তিনি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের পিঠ চাপড়ে দেন। সেই ছবি এবং ভিডিয়ো মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আসতে শুরু করেছে একের পর এক প্রশংসাসূচক কমেন্টসও।রোহিত শর্মার পাশাপাশি হার্দিক পান্ডিয়ার এই কামব্যাক ভারতীয় ক্রিকেট সমর্থকদেরও যে স্বস্তি দিচ্ছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ঠিক একমাস পরই ২০২৪ টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আর ৯ জুন নিউ ইয়র্কে আয়োজন করা হবে ভারত বনাম পাকিস্তান। তার আগে বল হাতে হার্দিকের প্রত্য়াবর্তন ভারতীয় ক্রিকেট সমর্থকদের অবশ্যই আনন্দিত করবে। এবারের আইপিএল টুর্নামেন্ট চলার সময় হার্দিক পান্ডিয়ার বোলিং নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। বেশ কয়েকটা ম্যাচে তিনি বল না করার জন্য চোটের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। কিন্তু, সোমবার সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন হার্দিক। পরপর তিনটে ম্যাচে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪ ওভারের কোটা পূরণ করলেন এবং মোট ৭ উইকেট শিকার করেছেন।হার্দিক পান্ডিয়ার সময়টা সম্প্রতি খুব একটা ভালো যাচ্ছিল না। গত বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলতে নেমে তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। তারপর থেকে তাঁকে আর ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাওয়া যায়নি। এরপর সোজা তিনি আইপিএল টুর্নামেন্ট খেলতে নামেন। কিন্তু, আইপিএল টুর্নামেন্টেও তাঁর পারফরম্যান্সে যথেষ্ট চড়াই-উতরাই দেখতে পাওয়া যায়। সেকারণে তাঁকে যথেষ্ট সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচকরা শেষ পর্যন্ত তাঁর উপরে আস্থা রাখেন এবং আসন্ন টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ অধিনায়কত্বের দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়। মুখ্য নির্বাচক অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হার্দিকের বিকল্প আপাতত টিম ইন্ডিয়ায় নেই।
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/Eke6yKh
Previous article
Next article
Leave Comments
Post a Comment