বিপদের দিনেই ভরসা, চার উইকেট নিয়ে নায়ক ২৫ কোটির স্টার্ক https://ift.tt/Hau3Fm1 - MAS News bengali

বিপদের দিনেই ভরসা, চার উইকেট নিয়ে নায়ক ২৫ কোটির স্টার্ক https://ift.tt/Hau3Fm1

২৪.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নেওয়ার পর সকলেই চমকে উঠেছিলেন। আট বছর পর IPL খেলতে আসা স্টার্ক কতটা নিজের সেরা দিতে পারবেন সেই প্রশ্নটা বারবার উঠছিল। আর ম্যাচের পর ম্যাচ স্টার্ক ব্যর্থ হওয়ার পর তাঁকে দলে রাখা কতটা যুক্তিযুক্ত ছিল সেই প্রশ্নটাও ঘোরাফেরা করছিল। তবে নামটাই যথেষ্ট। গুরুত্বপূর্ণ সময়ে ঠিক নিজের জাত চিনিয়ে দেন। এদিনও সেটাই হল। মুম্বইকে উড়িয়ে দেখিয়ে দিলেন তাঁর প্রাইস ট্যাগটা।স্টার্ক এদিন নিলেন চারটে উইকেট। চলতি IPL-এ একটা ম্যাচ বাদে তিনি প্রতিটা ম্যাচ খেলেছেন। কিন্তু চারটে উইকেট নিতে পারেননি। মুম্বইয়ের ম্যাচে করলেন। এই ম্যাচটা KKR-এর কাছে আর পাঁচটা ম্যাচের মতো ছিল না যে সেটা স্টার্কের জানা। ১২ বছর আগে ওয়াংখেড়ে থেকে জিতে ফেরা কলকাতার কাছে এই ম্যাচটা ছিল ইতিহাস বদলানোর। আর সেই ইতিহাস বদলালেন মুম্বইয়ের প্লেয়ের শ্রেয়াস এবং সাহায্য করলেন স্টার্ক।এদিন স্টার্কের শিকার হন ঈশান কিষান, টিম ডেভিড, জেরাল্ড কর্ৎজে ও পীয়ূষ চাওলা। অর্থাৎ, যখনই পার্টনারশিপ তৈরি হয়ে দলকে সমস্যায় ফেলছিল সেই সময় স্টার্ক জ্বলে উঠেছেন এবং ফিরিয়েছেন। দুই ম্যাচে ১০০-র বেশি রান দেওয়া স্টার্ক এদিন ৩.৫ ওভারে দিলেন মাত্র ৩৩ রান। ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে শেষ বলে তিনি জিতিয়েছিলেন আর এদিন শেষ বলে নিখুঁত ইয়র্কারে জেরাল্ড কর্ৎজেকে বোল্ড করলেন। ঠিক যেই কায়দায় জসপ্রীত বুমরাহ তাঁকে বোল্ড করেছিলেন, সেই কায়দায় তিনি এদিন বোল্ড করলেন।এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন স্টার্কের স্ত্রী অ্যালিশা হিলি। তিনি আবার উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক। স্ত্রীকে দেখে আরও জ্বলে উঠলেন স্টার্ক। মুম্বই ম্যাচটা ধরলে স্টার্ক মোট নয়টা ম্যাচ খেললেন। ১৯১টা বল করে দিয়েছেন ৩৬৩ রান। এবং নিলে ১১টা উইকেট। ইকোনমি তাঁর ১১.৪০। তবে তিনি ম্যাচে অতিরিক্ত রান দিলেও বা উইকেট নিতে না পারলেও গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠলেন। যেদিন দলের ব্যাটাররা ব্যর্থ হলেন, বড়় রান দিতে পারলেন না, সেদিন তিনি জ্বলে উঠলেন ও বল হাতে দলকে জেতালেন। এদিন স্টার্ক বাদেও আন্দ্রে রাসেল নেন দুটি উইকেট। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীও দুটি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন ভেঙ্কটেশ আইয়ার।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/q9EZ2I0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads