Ajker Bangla Khabar
Bangla News
Bengali Khabar
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/hb6d07O
রেজিস্ট্রেশন ছিল না পোর্শের, পুনে কান্ডে অভিযুক্ত নাবালককে থানায় পিৎজা-বার্গার? https://ift.tt/H3O6XxK
পুনে: দু’জন জলজ্যান্ত মানুষকে মেরে ফেলে কী করে কোনও নাবালক ১৫ ঘণ্টার মধ্যেই জুভেনাইল জাস্টিস বোর্ড বা জেজেবি থেকে অতি সহজ কিছু শর্তে ছাড়া পেয়ে যায়, তা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল সর্বস্তরে। বড়লোক বাবার ‘বখাটে ছেলে’ বলেই এত সহজে ছাড়া পেয়েছে সে, এই অভিযোগও উঠতে শুরু করে। তারপরেই ‘কঠোর’ হয়ে উঠেছে পুলিশ-প্রশাসন।মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ‘জেজিবি কী ভাবে এত সহজে ছেড়ে দিতে পারে কোনও ঘাতককে? নির্ভয়ার ঘটনার পর থেকে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে ১৬-১৮ বছর বয়সিদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার ছাড় আছে। আমরা সেটা নিশ্চিত করব। জেজেবি-র সিদ্ধান্তের বিরুদ্ধে সেশনস কোর্টে আপিল করেছে পুনে পুলিশ।’ পুনের পুলিশ কমিশনারও একই কথা জানান।নাবালক চালকের বাবাকে সোমবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকড়াও করা হয়েছে পুনের পাবের মালিক ও দুই কর্মীকেও। সিল করে দেওয়া হয়েছে সেগুলো। কারণ আইন বিরুদ্ধ ভাবে নাবালকদের মদ পরিবেশন করেছিল পাবটি।পুলিশ সূত্রে খবর, যে পোর্শে দিয়ে দুই ইঞ্জিনিয়ারকে চাপা দিয়ে ‘খুন’ করা হয়েছে, সেই গাড়িটির কোনও রেজিস্ট্রেশনই ছিল না। আরটিও সূত্রে খবর, বেঙ্গালুরুর এক গাড়ি ডিলারের মাধ্যমে পোর্শেটি কেনেন বিশাল। মার্চে গাড়িটি কেনা হয়েছিল। কিন্তু কোনও রেজিস্ট্রেশন করানো হয়নি গাড়িটির। গাড়ির মালিক আরটিওতে এসেছিলেন, কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন ফি না দেওয়ায় কোনও নম্বরপ্লেটও দেওয়া হয়নি। ফলে রেজিস্ট্রেশন ছাড়াই গাড়িটি মার্চ মাস থেকে রাস্তায় চলছিল! একটি চ্যানেলকে এমনই জানিয়েছেন আরটিও অফিসার সঞ্জীব ভর।অবশ্য পুলিশের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, পুলিশ ঘটনাকে ‘ধামাচাপা’ দেওয়ার চেষ্টা করছে। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির অতুল লোন্ধের অভিযোগ, নাবালককে নাকি থানায় বসিয়ে ‘পিৎজা, বার্গার’ খাওয়ানো হয়েছে। সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি করেছেন তিনি। শিবসেনার (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত এই ঘটনায় পুনের পুলিশ কমিশনারকে বরখাস্তের দাবি তুলেছেন। তাঁর দাবি, থানায় বসিয়ে শহরের বড়লোক প্রোমোটারের খাতির করতেই ব্যস্ত ছিল পুলিশ।রাউতের আরও অভিযোগ, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপির এক বিধায়ক সেই সময়ে থানায় উপস্থিত ছিলেন। দু’জনের প্রাণ নেওয়ার পরেও ওই নাবালকের ‘সেবায়’ ব্যস্ত ছিলেন। এর পিছনে রাজনৈতিক চাপ ছিল বলে অভিযোগ রাউতের। তিনি এই প্রশ্নও তোলেন, কেন অভিযুক্তকে পিৎজা, বার্গার খেতে দেওয়া হয়েছে? পাবের যে ফুটেজ সামনে এসেছে, তাতে তো দেখা যাচ্ছে যে সে মদ্যপান করেছিল। এতটাই যে টাল সামলাতে পারছিল না। অথচ, মেডিক্যাল রিপোর্টে নাকি মদের কোনও প্রমাণ মেলেনি! রিপোর্ট নেগেটিভ। সেটা বা কী করে হতে পারে! বোঝাই যাচ্ছে, গোটা পুলিশ-প্রশাসন ওদের পরিবারকে বাঁচাতে উঠেপড়ে লেগেছে। অন্য আর এক কংগ্রেস বিধায়কও একই অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, ইয়েরওয়াড়া থানা টাকার সামনে বিক্রি হয়ে গিয়েছে। একজন খুনিকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাচ্ছে।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রবিবার ভোররাতে। মদ্যপ অবস্থায় বিলাসবহুল পোর্শে চালিয়ে যাওয়ার সময় ১৭ বছরের কিশোর পিষে দেয় মোটরবাইকে থাকা ২ আরোহীকে। মৃত দুজনেই মধ্যপ্রদেশের বাসিন্দা। বয়স ২৪। পেশায় ইঞ্জিনিয়ার। এই দু’জনের পরিবারই মনে করছে, এতে খুনের মামলা করা উচিত। যে লঘু শাস্তি কিশোরকে দেওয়া হয়েছে, সেটা মানা যায় না।নাবালকের বিরুদ্ধে ৩০৪ ধারায় (অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর) কেস হয়েছে। তার বাবা ও পানশালার মালিকদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৭৫ এবং ৭৭ ধারায় মামলা হয়েছে। প্রথমটি, জেনেশুনে সন্তানের ব্যাপারে গাফিলতি বা সন্তানকে শারীরিক/মানসিক অসুস্থতার দিকে ঠেলে দেওয়া (সর্বোচ্চ সাজা ৩ বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা)। দ্বিতীয়টি, নাবালককে মাদক বা নেশাদ্রব্য দেওয়া (সর্বোচ্চ সাজা সাত বছর পর্যন্ত জেল)। ভারতে ১৮ বছর না হলে ড্রাইভিং লাইসেন্স মেলে না আর মদ্যপানের ন্যূনতম বয়স ২৫ বছর হওয়া প্রয়োজন। কোনও নিয়ম মানেনি নাবালক। সে ক্ষেত্রে কেন নাবালক বলে শাস্তি থেকে ছাড় পাবে সে?এর পরেই নড়েচড়ে বসেন খোদ ফড়নবীশ। পরিস্থিতি সামাল দিতে ও ক্ষুব্ধ জনতাকে শান্ত করতে তিনি আশ্বাস দেন যে, এই ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্তই হবে। জেজেবি যা করেছে, সেটা মানা যায় না। একই সঙ্গে তিনি গাড়ি চালানোর ক্ষেত্রে আরও কিছু নতুন নির্দেশিকা জারি করেছেন।
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/hb6d07O
Previous article
Next article
Leave Comments
Post a Comment