Ajker Bangla Khabar
Bangla News
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/enWiS9B
ফের ভুল আম্পায়ারিংয়ের শিকার রাজস্থান? ধ্রুব জুরেলের রান আউট নিয়ে প্রশ্ন https://ift.tt/Q8wan0c
একই ম্যাচে দু’বার খারাপ আম্পায়ারিং নিয়ে অভিযোগ উঠল। আর দু’বার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আম্পায়ারের ভুল সিদ্দান্ত দেওয়ার অভিযোগ উঠল। প্রথম ইনিংসের সময় দীনেশ কার্তিকের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়। এবার দ্বিতীয় ইনিংসে বিতর্কে ধ্রুব জুরেলের রান আউট। আর এবার ফের কাঠগড়ায় তৃতীয় আম্পায়ার। ঘটনাটি কী? ১৩.১ ওভারে ঘটনাটি ঘটে। ক্যামেরন গ্রিন বল করেন রিয়ান পরাগকে। শট নিয়ে রানের জন্য দৌড়ন রিয়ান অন্যদিকে নন স্ট্রাইকার এন্ড থেকে দৌড়ন। প্রথম রানটা সহজেই নিয়ে নেন, এরপর দ্বিতীয় রানের জন্য দৌড়ন তাঁরা। এখানে গিয়েই বিপত্তি। বিরাট কোহলি বলটা ধরেন ও নন স্ট্রাইকার এন্ডের দিকে ছুঁড়ে দেন। বলটা ধরে উইকেটে লাগিয়ে দেন গ্রিন। তৃতীয় আম্পায়ারের কাছএ সিদ্দান্তের জন্য গেলে দেখা যায়, বলটা যখন গ্রিনের হাত থেকে উইকেটে লাগছে সেই সময় গ্রিনের হাত থেকে বলটা বেরিয়ে যায়। এরপর দেখা যায়, গ্রিনের হাত উইকেটে লাগলেও তাঁর হাতে বলটা লেগে ছিল। গ্রিন এই সময় বল ধরেছিলেন না, কিন্তু বলটা তাঁর হাতের সঙ্গে লেগেছিল। একই সঙ্গে তাঁর হাতটা লেগেছিল উইকেটে। এটা দেখার পর ধ্রুব জুরেলকে আউট দেন তৃতীয় আম্পায়ার। এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কেউ বলছেন যেহেতু ক্যামেরন গ্রিনের হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল তাই এটা আউট নয়। অনেকে আবার এই আউটকে সমর্থন করেন। তবে সিদ্ধান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষেই যায় এবং মাত্র আট রান করে ফেরেন ধ্রুব জুরেল। দীনেশ কার্তিকের বিতর্কম্যাচের প্রথম ইনিংসে দীনেশ কার্তিকের আউট নিয়ে বিতর্ক হয়। তাঁকে প্রথমে LBW দেওয়া হলেও তৃতীয় আম্পায়ার তাঁকে নট আউট দেন। পরে দেখা যায়, কার্তিক আউট ছিলেন। তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য কার্তিক বেঁচে যান। যদিও কার্তিক বড় ইনিংস খেলতে পারেননি। তিনি মাত্র একটা চার মারেন নিজের ইনিংসে ও তিনি ১১ রান করেন। তবে বিতর্ক তৈরি হয়েছে আম্পায়ার নিয়েও। এবার ধ্রুব জুরেলের আউট নিয়ে বিতর্ক তৈরি হল। তবে বিতর্ক তৈরি হলেও আম্পায়ারের সিদ্ধান্তের পক্ষে ভোটটা বেশি এখানে। কিন্তু এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে এই ঘটনাগুলো থাকে এবং এই ধরনের সিদ্ধান্তে বিতর্ক থেকেই থাকে। এই ম্যাচও আলাদা হল না।
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/enWiS9B
Previous article
Next article
Leave Comments
Post a Comment