ঘূর্ণিঝড় রিমেল শুরু হতেই ঠাঁই ফ্লাড শেল্টারে https://ift.tt/0nrDveE - MAS News bengali

ঘূর্ণিঝড় রিমেল শুরু হতেই ঠাঁই ফ্লাড শেল্টারে https://ift.tt/0nrDveE

এই সময়: শনিবার মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর, বকখালি, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘির বিস্তীর্ণ এলাকায়। বিপদ এড়াতে ইতিমধ্যেই গোটা জেলায় ৩০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। জেলার উপকূল লাগোয়া এলাকায় সাইক্লোন শেল্টারগুলিতে ঠাঁই নেই অবস্থা। দুর্যোগের জন্য নামখানা, পাতিবুনিয়া, কচুবেড়িয়া, কাকদ্বীপের লট ৮, পাথরপ্রতিমা, রামগঙ্গা, রায়দিঘিতে ফেরি সার্ভিস বন্ধ। ফ্রেজারগঞ্জের উপকূল এলাকার কাঁচা বাড়িতে বসবাসকারী বাসিন্দাদের জন্য বকখালিতে পাঁচটি আবাসিক হোটেল খুলে দেওয়া হয়।ডায়মন্ড হারবার, মগরাহাট, কুলপি, মথুরাপুর ও মন্দিরবাজার এলাকায় শনিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। রবিবার সকাল থেকে বৃষ্টির তোড় বাড়ে। সমুদ্র উত্তাল হয়ে ওঠে। সাগর ব্লকের ঘোড়ামারা, নামখানা ব্লকের মৌসুনি, পাথরপ্রতিমা ব্লকের জি প্লট এলাকায় আগেই পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও ত্রিপল পাঠানো হয়েছে।দুপুর থেকেই গোসাবা, বাসন্তী, কুলতলির মাটির নদী বাঁধের অনেক জায়গা ভেঙে ধস নামে। তবে সবচেয়ে ক্ষতিগ্রুস্ত হয়েছে গোসাবা ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকা। গোসাবার বিডিও বিশ্বরূপ বিশ্বাসের নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় ১৫ হাজার মানুষকে দ্বীপে দ্বীপে থাকা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও স্কুল গুলিতে রাখার ব্যবস্থা করা হয়েছে দিনের আলো থাকতে থাকতে। গবাদি পশুদেরও নিয়ে আসা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলিতে। কুলতলিতে সাত হাজার মানুষকে ৬২টি স্কুল ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হাসনাবাদ, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে রবিবার সারা দিন ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে রায়মঙ্গল, কালিন্দী, ডাঁসা, ইছামতী, বিদ্যাধরী, বড়কলাগাছি, গৌড়েশ্বরের মতো নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। মিনাখাঁ, সন্দেশখালি-১ ও ২, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ ও বসিরহাট-১ ব্লকের নদী তীরবর্তী এলাকা থেকে ২২ হাজার মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা রয়েছে।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/TrDYJAC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads