ম্যাচ হারে চোখের জল, কান্না থামিয়ে দলকে ধন্যবাদ কাব্য মারানের https://ift.tt/Qz5yrfH - MAS News bengali

ম্যাচ হারে চোখের জল, কান্না থামিয়ে দলকে ধন্যবাদ কাব্য মারানের https://ift.tt/Qz5yrfH

IPL-এর ময়দানে কলকাতা নাইট রাইডার্সের থেকে বয়সে অনেক ছোট দল সানরাইজার্স হায়দরাবাদ। ২০১২ সালে পথচলা শুরু করার পর তারা ২০১৬ সালে একবার চ্যাম্পিয়নও হয়েছে। এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো খেললেও শেষে গিয়ে হারতে হল। পুরো মরশুম একের পর এক রেকর্ড তৈরি করলেও শেষ ম্যচে জিতে লজ্জাজনকভাবে হারতে হল। বিনা লড়াইয়েই ম্যাচ শেষ করল সানরাইজার্স। আর ম্যাচ হারের পর কান্নায় ভেঙে পড়লেন দলের কর্ণধার কাব্য মারান। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত যেই ব্যক্তি যুক্ত থাকেন তিনি হলেন কাব্য মারান। প্রতিটা ম্যাচে তিনি যেমন উপস্থিত থাকেন তেমনই তিনি নিলাম টেবিল থেকে শুরু করে সাপোর্ট স্টাফদের নিয়োগ করেন। এবারও নিলাম টেবিলে তিনি চমক দেখিয়েছিলেন। ট্রাভিস হেড, ওয়ানিন্দু হাসারঙ্গা, প্যাট কামিন্সদের সই করান। হাসারঙ্গা খেলতে না পারলেও বাকিরা খেলেন। সর্বোচ্চ রানের রেকর্ড নিজেরাই ভাঙেন ২ বার। কিন্তু ফাইনালে গিয়ে সব উল্টোপাল্টা হল। গত মরশুমে পয়েন্ট টেবিলের দশ নম্বর দল ছিল হায়দরাবাদ, কিন্তু এবার যেভাবে ঘুরে দাঁড়াল তা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সমর্থকরা। দলের মালিক এতে বড় ভূমিকা পালন করেছিলেন। প্যাট কামিন্সের অধিনায়কত্বে আস্থা প্রকাশ করেছেন তিনি। কামিন্সও তা মেনে চলেন। তবে ফাইনালে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হয় তার দলকে। ৫৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পায় KKR। এই পরাজয়ের পরে কান্নায় ভেঙে পড়লেন তিনি। কাব্য মারানের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যায়, খেলোয়াড়দের উৎসাহ দিতে ম্যাচের পর হাততালি দেন কাব্য মারান। এর পরে, তার চোখে জল চলে আসে। তিনি চোখের জল লুকানোর জন্য ক্যামেরার দিকে পিঠ দিয়ে চোখ মুছতে থাকেন। কিছুক্ষণ পর তিনি ক্যামেরার দিকে তাকান, তখন তাঁর চোখে স্পষ্ট দেখা যায় জল।কাব্য মারান হলেন এমন একজন কর্ণধার যাঁর এক্সপ্রেশনের বদল হয় দলের রানের উপর। ম্যাচের যেই সময় দলের হাতে রাশ থাকে সেই সময় কাব্য হাসেন ও ফূর্তিতে থাকেন। আবার যখন দল খারাপ খেলে তখন তিনি হতাশ হয়ে বসে থাকেন। একই ম্যাচে তাঁর আলাদা আলাদা অভিব্যক্তি দেখা যায়। এবার তাঁর চোখে জল দেখা গেল।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/DSuEILR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads