Ajker Bangla Khabar
Bangla News
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/aiZtTNw
গম্ভীরের মেন্টরশিপ থেকে শ্রেয়সের অধিনায়কত্ব, কোন পাঁচ কারণে জয় কলকাতার? https://ift.tt/wdQMWfh
বলা হয় প্রথম সবকিছু সবসময় স্পেশাল, ঠিক KKR-এর প্রথম IPL জেতা যেমন ছিল স্পেশাল। ২০১২ সালে চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল KKR। আর এবার চেন্নাইয়ের মাটিতে হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হল KKR। তবে, KKR-এর ইতিহাসে এই একটা দিন বা এই একটা মরশুম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এটাও মেন্টর হিসেবে গম্ভীরের প্রথম মরশুম।এই ফাইনালটা অবশ্য বাকি ফাইনালের থেকে আলাদা, কারণ এই ফাইনালে নাইটদের প্রায় কোনও লড়াই দিতে হয়নি। সহজেই ম্যাচ জিতে গিয়েছে তারা। শাহরুখ খানের মালিকানাধীন KKR, গৌতম গম্ভীরের মেন্টরশিপ, চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং এবং শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে তৃতীয়বারের মতো IPL চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে রয়েছে পাঁচটি কারণ। দেখে নেওয়া যাক কোন কোন কারণ রয়েছে-সুনীল নারিন ফ্যাক্টর- যখন এই বছর দলের মেন্টর হিসাবে ফিরে আসেন, তখন তিনি প্রথম কাজটি করেছিলেন সুনীল নারিনকে ওপেন করতে রাজি করিয়েছেন। নারিন এই পজিশনে খেলতে প্রস্তুত ছিলেন না, কিন্তু গম্ভীর তাঁকে আস্থা দিয়েছিলেন। টিম ম্যানেজমেন্টের আস্থা পাওয়ার পর নারিনের খেলায় উন্নতি হয়। এক সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি সহ মরসুমে তিনি প্রায় ৫০০ রান করেন। গৌতম গম্ভীর মেন্টরশিপএই মানুষটার নাম না বললেই নয়। লখনউ সুপার জায়ান্টস থেকে গম্ভীরকে KKR-এ আনার পিছনে সবথেকে বড় নাম ছিল শাহরুখ খানের। শোনা যায় ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল গম্ভীরকে। সেটা সত্যি কি না তা জানা যায়নি। তবে গম্ভীরের ম্যান ম্যানেজমেন্ট ও প্লেয়ার বাছাই দলের এই সাফল্যের পিছনে অন্যতম কারণ। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বশ্রেয়স আইয়ার IPL-এ তরুণ অধিনায়কদের মধ্যে অন্যতম। দিল্লিতে অধিনায়কত্ব করার পর তিনি গত মেগা নিলামে যোগ দেন KKR-এ। আর KKR-এ যোগ দিয়ে তিনি হতাশ করেন। এবার তাঁর কাছে সুযোগ ছিল IPL-এর অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার। জাতীয় দল থেকে বাদ পড়া, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর তিনি অধিনায়কত্ব দিয়ে নিজেকে ফুটিয়ে তুললেন।বিপজ্জনক স্পিনার জুটিKKR-এর একটা ভালো দিক হচ্ছে কোনও প্লেয়ারকে সময় দেওয়া। সেই রকমই সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর জুটিতে তৈরি করতে সময় দিয়েছে। অতীতে যেমন ছিলেন মুরলি কার্তিক, পীয়ূষ চাওলা, অজন্তা মেন্ডিসের মতো স্পিনাররা। তেমনই এবার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। মিচেল স্টার্ক প্রভাব২৪.৭৫ কোটি টাকা একজন প্লেয়ার তখনই পান যখন তাঁর অভিজ্ঞতা সেই স্তরের হয়। মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ প্লেয়ারের থাকা মানে অভিজ্ঞতা অর্জন করা বাকি প্লেয়ারদের। সেটাই কাজে লেগেছে বাকি প্লেয়ারদের।
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/aiZtTNw
Previous article
Next article
Leave Comments
Post a Comment