জনির সেঞ্চুরিতে অক্সিজেন, কলকাতার জেতা ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল পঞ্জাব https://ift.tt/sqnEirm - MAS News bengali

জনির সেঞ্চুরিতে অক্সিজেন, কলকাতার জেতা ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল পঞ্জাব https://ift.tt/sqnEirm

বোলারদের ব্যর্থতায় কার্যত জেতা ম্যাচ হাতছাড়া করল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার (২৬ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেন্সে কেকেআর ব্রিগেডের সামনে খেলতে নেমেছিল তুলনামূলক দূর্বল দল পঞ্জাব কিংস। কিন্তু, এই ম্যাচে পঞ্জাব যেভাবে ব্যাটিং করল, তাতে কলকাতার বোলারদের যে রাতের ঘুম কেড়ে নেবে তা নিঃসন্দেহে বলা যায়। ইনিংসের অধিকাংশ সময়েই বল আকাশেই ভেসে থাকতে দেখা গেল। কলকাতার বিরুদ্ধে ২৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষপর্যন্ত ৮ উইকেটে জয়লাভ করল।পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল। এই ম্যাচে কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান তুলেছে। এই ম্যাচে কলকাতার ওপেনিং জুটি কার্যত ধামাকাদার ইনিংস উপহার গিয়েছে। সুনীল নারিন এবং ফিল সল্ট শুরু থেকেই বিপক্ষের বোলারদের ঠ্যাঙাতে শুরু করেন। এই বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতেই কেকেআর পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে ৭৬ রান তুলে ফেলে। কলকাতার দুই ব্যাটারই ততক্ষণে তাণ্ডবের মেজাজ ধরে নিয়েছেন। দেখে মনে হচ্ছিল, কলকাতার ২০ ওভার এই দুই ব্যাটারই পঞ্জাবকে পিটিয়ে যাবেন। শেষপর্যন্ত নারিন ৭১ রানে এবং ফিল সল্ট ৭৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ব্যাটিং অর্ডারে অনেকটাই উপরের দিকে নেমেছিলেন আন্দ্রে রাসেল। তিনি যতক্ষণ ছিলেন, ততক্ষণই পেটাতে থাকেন। এরপর ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে শ্রেয়স ৪৩ রানের গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ গড়ে তোলেন। শ্রেয়স এবং ভেঙ্কটেশের মধ্যে ১৮ বলে এই পার্টনারশিপ গড়ে ওঠে। অবশেষে স্কোরবোর্ড জানিয়ে দেয় পঞ্জাবকে এই ম্যাচ জিততে হলে ২৬২ রান করতে হবে। এই পরিস্থিতিতে শুরু হয় পঞ্জাব কিংসের ব্যাটিং। ইডেন গার্ডেন্সের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক হয়ে থাকে। কিন্তু, পঞ্জাব কিংসের কাছে যে এতটা উদার হয়ে উঠবে, সেটা বোধহয় কেউ কল্পনা করতে পারেনি। একের পর এক ম্যাচ হারতে হারতে এমনিতেই পঞ্জাবের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। তাদের আর হারানোর মতো কিছু ছিল না। আর সেকারণে এই ম্যাচে তারা ঘুরে দাঁড়ায়। শুরু থেকে তারাও পালটা আঘাত করতে শুরু করে। আর্শদীপ সিংয়ের বদলে ব্যাট করতে নামেন প্রভসিমরন সিং। শুধু এলেন বললে ভুল হবে, কেকেআর বোলারদের কার্যত দুরমুশ করে ছাড়লেন। ১৮ বলে ৫০ রান করে তিনি কার্যত যুদ্ধংদেহি হুংকার ছাড়তে শুরু করেন। ৫৪ রানে তিনি ফিরলেও, ব্রিটিশ ওপেনার জনি বেয়ারস্টো কিন্তু এই ম্যাচে অন্য মুডেই ছিলেন। মাত্র ৪৫ বলে শতরান করলেন। পাশাপাশি দাপুটে হাফসেঞ্চুরি করলেন শশাঙ্ক সিংও। এরপর পঞ্জাবকে এই ম্যাচে আর ফিরে তাকাতে হয়নি। শেষপর্যন্ত ৮ উইকেটে এই ম্যাচে জয়লাভ করে।


from Bengali News, বাংলা খবর, News in Bengali, bengali news today, বাংলা সংবাদ - Ei Samay https://ift.tt/D5Y6jdb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads