মশা দিয়ে মশা মারতে অপারগ, বলছে পুরসভা https://ift.tt/VCYi3aB - MAS News bengali

মশা দিয়ে মশা মারতে অপারগ, বলছে পুরসভা https://ift.tt/VCYi3aB

এই সময়: শত্রুর শত্রুও অনেক সময়ে বন্ধু হয়ে ওঠে যুদ্ধক্ষেত্রে। তবে ডেঙ্গি, চিকুনগুনিয়ার জীবাণুর বাহক মশা দমনের রণনীতিতে এই কৌশল কাজে লাগাতে পারছে না কলকাতা পুরসভা। পুরসভার পতঙ্গবিদরা জানাচ্ছেন, ‘বন্ধু মশা’র কৃত্রিম প্রজননের ব্যবস্থা করা যাচ্ছে না। বেশ কয়েক বছর আগে হাইতিতে বন্ধু মশার কৃত্রিম চাষের চেষ্টা হয়েছিল, তবে তাতে সাফল্য মেলেনি। কলকাতা পুরসভার গবেষণাকেন্দ্রেও এই বন্ধু মশার কৃত্রিম প্রজননের চেষ্টা করা হয়েছিল। তা-ও সফল হয়নি। কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস বলেন, ‘বন্ধু মশার কৃত্রিম প্রজনন করা যায় না। কারণ তারা প্রাকৃতিক পরিবেশে ডিম পাড়তে অভ্যস্ত। তাই তাদের কৃত্রিম প্রজননের চেষ্টা করেও কোনও লাভ হয়নি।’ তাই মশা দিয়ে, মশা মারার প্রচেষ্টায় কার্যত অসহায়। কলকাতা পুরসভার বিশেষজ্ঞরা জানান, ‘বন্ধু মশা’ হিসেবে পরিচিত টক্সোরিঙ্কাইটিস নামক প্রজাতির মশা। লার্ভা অবস্থায় এই জাতীয় মশা ডেঙ্গি ও চিকুনগুনিয়ার জীবাণুবাহক মশা এডিস ইজিপ্টাইয়ের লার্ভা খেয়ে ফেলে। ফলে মানুষের উপকার হয়। তবে টক্সোরিঙ্কাইটিসের লার্ভা মশায় পরিণত হওয়ার পরে জঙ্গল বা জলা জায়গায় থাকে। এরা রক্ত খায় না। সাধারণভাবে গাছের পাতা, ফলের রস খেয়েই বাঁচে। তাই এরা তৃণভোজী মশা হিসেবেই পরিচিত। কলকাতা পুরসভার মুখ্যপতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস বলেন, ‘এই ধরনের মশাকে কখনও মারা উচিত নয়। কারণ এদের ডিম ফুটে যে লার্ভা হয়, সেই লার্ভার অন্যতম খাদ্য ক্ষতিকারক মশার লার্ভা। তাই এদের মারলে মানুষেরই ক্ষতি।’ডেঙ্গি, চিকুনগুনিয়ার রোগের জীবাণুবাহক মশা এডিস ইজিপ্টাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে কলকাতা পুরসভা কয়েক কোটি টাকা খরচ করে প্রতি বছর। তারপরেও মশাবাহিত রোগের হাত থেকে পুরোপুরি মু্ক্তি মেলে না। তাই কৃত্রিম উপায়ে যদি টক্সোরিঙ্কাইটিসের মতো উপকারি মশার লার্ভাকে তৈরি করা যায়, তাহলে এডিস মশাকে আঁতুড়ে বিনাশ করা সহজ হবে। তবে এই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কলকাতা পুরসভার পতঙ্গবিদেরা। তাঁরা জানান, টক্সোরিঙ্কাইটিসের ডিম পাড়ার জন্য পছন্দের জায়গা হচ্ছে জঙ্গল বা গাছপালা ভর্তি জায়গা। আর ডিম ছাড়া লার্ভা হয় না। আর জঙ্গল বা গাছপালা পূর্ণ পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করা যায় না। তাই উপকারী বন্ধু মশার কৃত্রিম প্রজনন নিয়ে পুরসভা অসহায়।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/aZ5HjVg
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads