Bengali News
Latest Bangla Sangbad
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/Skzun4R
'পরীক্ষার্থীদের দেরি হলে দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের,' কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর https://ift.tt/hIYmAgE
আজ শুরু মাধ্যমিক পরীক্ষা। এবার বেলা ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে মাধ্যমিক। আর পরীক্ষার এই সময় পরিবর্তনের জন্য মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদি কোনও পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয়, তাহলে তার জন্য শুধুমাত্র মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা। পোস্টে ঠিক কী লিখলেন বিরোধী দলনেতা?এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, '২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই আমরা জেনেছি যে মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার সময় ২ ঘণ্টা এগিয়ে এনে সকাল ১১.৪৫ মিনিটের বদলে সকাল ৯.৪৫ মিনিটে করে দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এই রকম অপ্রয়োজনীয়, একতরফা এবং হঠকারি সিদ্ধান্ত কেন নিল তার ব্যখ্যা পাওয়া যায়নি। এখনও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা সকালের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকছে। যদি এই সময় পরিবর্তনের জেরে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি অথবা অসুবিধে হয় তার দায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে।'প্রসঙ্গত, কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আর রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। পরীক্ষার সময় এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আদৌ যুক্তিযুক্ত নয় বলে পর্যবেক্ষণে জানায় হাইকোর্ট। তবে নতুন করে মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করার কোনও নির্দেশও দেওয়া হয়নি আদালতের তরফে। এককথায় বলতে গেলে, পর্ষদের গৃহীত সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট।মামলার শুনানিতে বিচারপতি জানান, সময় পরিবর্তন যেমন যুক্তিযুক্ত নয়, তেমনই এটা পরিবর্তন করতে বললেও, নতুন করে সমস্যার সৃষ্টি হবে। তাতে আরও বিভ্রান্তি বাড়তে পারে পরীক্ষার্থীদের মধ্যে। বিচারপতি বিশ্বজিৎ বসুর বক্তব্য ছিল, পৌনে ১২টার সময় পরিবর্তন করে পৌনে ১০টা করার সঠিক কারণ জানানো হয়নি। প্রশাসনিক কারণের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু কেন পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা হল, তা নিয়ে যুক্তিগ্রাহ্য কোনও ব্যাখ্যা দিতে পারেনি পর্ষদ। তবে বিভ্রান্তি এড়াতেই পুরনো সিদ্ধান্ত বহাল রাখার বিষয়ে মত দেয় আদালত। সেই মত সকাল পৌনে ১০টাতেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর যা নিয়ে আগেভাগেই প্রতিক্রিয়া বিরোধী দলনেতার।
from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/Skzun4R
Previous article
Next article
Leave Comments
Post a Comment