Bangla News
Bangla Sangbad
Latest Bengali News
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/ypYMZPd
দমদম ক্যান্টনমেন্টের কাছে পয়েন্ট বিকল, অফিস ফেরতা মানুষের ভোগান্তি https://ift.tt/Y2QsrjL
শিয়ালদা শাখায় হয়রানি যেন নিত্যযাত্রীদের নিত্যসঙ্গী হয়ে গিয়েছে। ফের একবার শিয়ালদা শাখায় চরম ভোগান্তি যাত্রীদের। পূর্ব রেলের শিয়ালদহ মেইন এবং বনগাঁ শাখায় মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শুধুমাত্র মেইন শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল করতে থাকে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে পয়েন্ট খারাপ থাকার কারণে বনগাঁ শাখার কোনও ট্রেনই ওই স্টেশনে যেতে পারছিল না বলে জানান হয় পূর্ব রেলের তরফে। এর ফলে রাত ১০টা ৩৪ মিনিট এবং ১১টায় শিয়ালদহ থেকে ছাড়া আপ বনগাঁ লোকাল দমদম স্টেশনের এক ও তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে। আর শুধু তাই নয়, শিয়ালদহ থেকে ছাড়ার তারপরের কোনও ট্রেনই আর দমদম ঢুকতে পারেনি। তবে দুই এবং চার নম্বর প্ল্যাটফর্ম খালি থাকায় মেইন শাখার ডাউন ট্রেন ওই দু'টি লাইন দিয়ে যাতায়াত করতে থাকে।মেন লাইনেও প্রভাব পড়েবনগাঁ শাখায় এই যান্ত্রিক গোলযোগের প্রভাব পড়ে শিয়ালদা মেন লাইনেও। রাত ১১টা ১৫ মিনিটের শিয়ালদহ - নৈহাটি লোকাল দমদম স্টেশনে ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ে। পাশাপাশি শিয়ালদহ থেকে মেন এবং বনগাঁ শাখার শেষ ট্রেন অর্থাৎ ১১টা ৫০ মিনিটের শিয়ালদহ - বনগাঁ এবং শিয়ালদহ - রানাঘাট লোকালও দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ।বেশি রাতের দিকে চালু হয় ট্রেনএই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি বেসরকারি সংবাদমাধ্যকে জানান, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ঢোকার আগে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। তবে দ্রুত সেই সমস্যা মিটিয়ে ট্রেন চলাচল পুনরায় চালু করার আশ্বাসও দেন তিনি। এরপর অবশেষে রাত ১২টা ২০ মিনিটে দমদম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ১০টা ৩৪ মিনিটের আপ শিয়ালদহ - বনগাঁ লোকাল গন্তব্যের উদ্দেশে দেয়। তার মিনিট দশেক পরে রাত সাড়ে ১২টা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অপর আপ বনগাঁ লোকালটি দমদম স্টেশন ছাড়ে। প্রসঙ্গত, শিয়ালদা শাখায় প্রায়শই লাইনে কাজ বা ট্রেন সংক্রান্ত বিভিন্ন বিভ্রাটের কারণে হয়রানির অভিযোগ তোলেন যাত্রীরা। বলতে গেলে কিছুদিন বাদে বাদেই এই সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। এর ফলে একদিকে যেমন হয়রানি বাড়ে, তেমনই সময়ে গন্তব্যেও পৌঁছতে পারেন না যাত্রীরা। যদিও প্রতিবারেই অবশ্য দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় রেলের তরফে।
from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/ypYMZPd
Previous article
Next article
Leave Comments
Post a Comment