অশোধিত তেলের দরে ছ্যাঁকা! বাজেটের আগের দিনে জানুন পেট্রলের দাম https://ift.tt/LidW1Ya - MAS News bengali

অশোধিত তেলের দরে ছ্যাঁকা! বাজেটের আগের দিনে জানুন পেট্রলের দাম https://ift.tt/LidW1Ya

রাত পোহালেই সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটের আগের দিনও বিশ্ববাজারে যথেষ্ট চড়া রয়েছে অশোধিত তেলের দাম। তবে তার প্রভাব ঘরোয়া পেট্রল পাম্পগুলিতে পড়েনি। বুধবার দেশের প্রধান শহরগুলিতে অপরিবর্তিত রয়েছে জ্বালানির দর। অন্যদিকে কমাতে বাজেটে বড় ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে আম জনতা। ক্রুড অয়েলের দাম গত শনিবার অর্থাৎ 27 জানুয়ারি থেকে ব্যারেল প্রতি 80 ডলারের ঊর্ধ্ব উঠেছে অশোধিত তেলের দামের গ্রাফ। বুধবার ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে 82.55 ডলার/ব্যারেল দরে। অন্যদিকে এদিন 77.61 ডলারে পাওয়া যাচ্ছে এক ব্যারেল WTI ক্রুড অয়েল। অশোধিত তেলের দাম 80 ডলার ছাড়িয়ে যাওয়ায় ঘরোয়া বাজারে জ্বালানির দাম কমার সম্ভাবনা কমছে, মত ওয়াকিবহাল মহলের।বিভিন্ন শহরের দাম পেট্রল ও ডিজেল GST-র আওতাভুক্ত নয়। জ্বালানির উপর রাজ্য সরকারগুলি ইচ্ছেমতো ভ্যাট চাপাতে পারে। ফলে শহর ভেদে তেলের দামের তারতম্য লক্ষ্য করা যায়। এদিন নয়ডা, গুরুগ্রাম, চণ্ডীগড় ও লখনউতে লিটার প্রতি পেট্রলের দাম 96 থেকে 98 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তবে বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, জয়পুর, যোথপুর, হায়দরাবাদ ও শ্রীনগরের মতো শহরগুলিতে 100 টাকার বেশি দিয়ে কিনতে দিতে হচ্ছে এক লিটার পেট্রল। চার মেট্রো শহরে দাম 2022-র 22 মে শেষবার বেড়েছিল জ্বালানির দাম। তার পর থেকে চার মেট্রো শহরে পেট্রল ও ডিজেলের দর স্থিতিশীল রয়েছে। নীচের চার্টে দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতার এদিনের দাম তুলে দিলাম আমরা...
মেট্রো শহরের নাম পেট্রলের দাম (লিটার প্রতি টাকায়) ডিজেলের দাম (লিটার প্রতি টাকায়)
দিল্লি 96.72 89.62
মুম্বই 106.31 94.27
চেন্নাই 102.63 94.24
কলকাতা 106.03 92.76
প্রসঙ্গত, পেট্রল-ডিজেলের দাম জানতে SMS পরিষেবা চালু করেছে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। ভারত পেট্রোলিয়াম ও ইন্ডিয়ান অয়েলের তেলের দাম জানতে RSP ও ডিলার কোড লিখে SMS পাঠাতে হবে যথাক্রমে 9223112222 ও 9224992249 নম্বরে। অন্যদিকে হিন্দুস্তান পেট্রোলিয়ামের গ্রাহকদের লিখতে হবে HPPRICE ও ডিলার কোড। এর পর SMS পাঠাতে হবে 9222201122 নম্বরে। চলতি বছরের শুরু থেকেই জ্বালানির দামের উপর থেকে কেন্দ্র শুল্ক হ্রাস করতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। আসন্ন লোকসভা ভোটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে বৃহস্পতিবারের বাজেটে তেমন কোনও ঘোষণা হয় কিনা, সেটাই এখন দেখার।


from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/Y1d7kl5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads