Bangla News
Bangla Sangbad
Latest Bengali News
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/I0QvehD
কলকাতা সহ জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ফের হাওয়া বদলের পূর্বাভাস https://ift.tt/x0IlzrX
30 January: মঙ্গলবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা একধাক্কায় বাড়তে পারে। একইসঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বাংলায় উত্তর পশ্চিমের হওয়ার বদলে পুবালি হাওয়ার দাপট বাড়বে। সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা থাকবে আকাশ। শীতের আমেজ কমবে। মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টিপাত। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। উত্তর দিনাজপুরে রয়েছে শৈত্য প্রবাহের সম্ভাবনা। জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে সিকিমে রয়েছে প্রবল তুষারপাতের সম্ভাবনা। প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতেও।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?এদিন সকাল থেকে হালকা কুয়াশা থাকবে শহর কলকাতায়। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধ ও বৃহস্পতিবার শহরে হতে পারে হালকা বৃষ্টিপাত। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ।কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। তবে আপাতত কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম। তবে সপ্তাহের শেষে ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা।কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এর প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতে। উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকাগুলিতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ঠান্ডার আমেজ থাকবে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত চলতে পারে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টিপাত। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।
from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/I0QvehD
Previous article
Next article
Leave Comments
Post a Comment