কর থেকে কর্মসংস্থান, মধ্য়বিত্তর মুখে হাসি ফোটাবে নির্মলার বাজেট? https://ift.tt/I9b3xcY - MAS News bengali

কর থেকে কর্মসংস্থান, মধ্য়বিত্তর মুখে হাসি ফোটাবে নির্মলার বাজেট? https://ift.tt/I9b3xcY

প্রতীক্ষার প্রহর গুনছে গোটা দেশ। পয়লা ফেব্রুয়ারি ষষ্ঠবারের জন্য সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা ভোটের আগে এটাই দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট হওয়ায় চড়ছে প্রত্যাশার পারদ। বিশেষজ্ঞদের দাবি, ভোটের মুখে কল্পতরু হতে পারে কেন্দ্র। নির্মলার বাজেটে শ্রমজীবী ও মধ্য়বিত্তদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন তাঁরা। আম জনতার সবচেয়ে বড় চিন্তার বিষয় হল কর্মসংস্থান। প্রযুক্তির কারণে বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চলে আসার পর থেকে যা দ্রুত হারে কমতে চলেছে। বড় বড় কোম্পানিতে শুরু হয়েছে ছাঁটাই। বেশ কিছু স্টার্ট আপের অবস্থাও তথৈবচ। ফলে বাজেটে কাজের সুযোগ বাড়াতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী কী ঘোষণা করেন, সেই দিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। ওয়াকিবহাল মহল অনুমান, অন্তর্বর্তীকালীন বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে লগ্নি টানতে মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে পাারেন নির্মলা সীতারমণ।প্রতিরক্ষা থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম -- সর্বক্ষেত্রে দেশকে স্বনির্ভর করে তুলতে 'আত্মনির্ভর ভারত রোজগার যোজনা' নামের একটি প্রকল্প চালু করেছে কেন্দ্র। এর মাধ্যমে বেশ কিছু কোম্পানিকে ভর্তুকি দিয়ে থাকে মোদী সরকার। যার জেরে তৈরি হয়েছে কর্মসংস্থান। চলতি বছরের মার্চের মধ্যে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। আসন্ন বাজেটে যা আরও এক বছরের জন্য বাড়াতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি গ্রামীণ এলাকায় রোজগার ঠিক রাখতে 100 দিনের প্রকল্পে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসন্ন বাজেটে রেল, প্রতিরক্ষা, প্রযুক্তি ও পরিকাঠামো খাতে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন রেল লাইন থেকে শুরু করে একগুচ্ছ বন্দে ভারত ও অমৃত ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেনে উল্লেখ থাকতে পারে নির্মলার বাজেটে । প্রতিরক্ষা খাতে বাড়তে পারে ব্যয় বরাদ্দ। মধ্যবিত্তর উপর চাপ কমাতে আসন্ন বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, আয়করের 80C ধারায় বছরে দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করবে কেন্দ্র। সেক্ষেত্রে বিমা ও PPF-এ প্রদত্ত কর ছাড়ের পরিমাণ বাড়বে। যাতে সরাসরি লাভবান হবেন মধ্যবিত্ত ও বেতনভোগী কর্মীরা। উল্লেখ্য, আসন্ন বাজেটে বিমা ছাড়ের ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিমার ক্ষেত্রে GST-তে সুবিধা পাওয়ায় সুযোগ দিতে পারেন তিনি। সেক্ষেত্রে কমবে বিমার প্রিমিয়ামের পরিমাণ। অন্যদিকে গৃহঋণে ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও রয়েছে জল্পনা।


from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/xWYmK9B
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads