কোনও মামলায় একাত্ম হই না: প্রধান বিচারপতি https://ift.tt/s0Ap2zW - MAS News bengali

কোনও মামলায় একাত্ম হই না: প্রধান বিচারপতি https://ift.tt/s0Ap2zW

নয়াদিল্লি: দেশের বহু বিতর্কিত বিষয়ের রায়ের তিনি অন্যতম কারিগর। কখনও মেজরিটি ওপিনিয়ন, কখনও ‘ডিসেন্টিং’ আবার কখনও সর্বসম্মতি ক্রমে সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার বিষয়ে তাঁর ভূমিকা মনে রাখার মতো। অতি সম্প্রতি তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ বলেছে, ‘ থেকে সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার বৈধ।’ আবার ২০১৯ সালের ৯ নভেম্বর রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায়দানকারী বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই বেঞ্চের সর্বসম্মত রায়ের ফলেই হিন্দু পক্ষের জয় হয় ও অযোধ্যায় তাঁরা রামমন্দির নির্মাণের ছাড়পত্র পান। দু’টি ক্ষেত্রেই রায় নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। সে সব প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে জানালেন, রায় হয়ে যাওয়ার পরে তা পাবলিক ডোমেনে চলে আসে। ফলে তা নিয়ে আলোচনা-সমালোচনা হতেই পারে।সিজেআই বলেন, ‘একটি মামলার রায় কী হবে তা কোনও ভাবেই কোনও জাজের ব্যক্তিগত নয়। আমার কোনও অনুশোচনা নেই। আমি বহু সময়ে মেজরিটি ও মাইনরিটি ভারডিক্টের অংশ হয়েছি। কিন্তু একজন বিচারপতির জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হলো কোনও ভাবেই কোনও বিষয় বা কজ়ের সঙ্গে নিজেকে একাত্ম করে না ফেলা। একটি মামলার ফয়সালা যখন হয়ে যায়, আমি সেটা ওখানেই ছেড়ে দিই। তা থেকে নিজেকে সরিয়ে নিই।’রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলা সম্পর্কে বলেন, ‘প্রত্যের সদস্যের সঙ্গে আলোচনার পরেই ওই মামলার রায় ঘোষণা করা হয়েছিল।’ তাঁর নেতৃত্বাধীন বেঞ্চ ৩৭০ নিয়ে যে রায় দিয়েছে তা নিয়ে সিজেআই-এর বক্তব্য, ‘দেশের সংবিধান ও আইন মেনেই এই রায় দেওয়া হয়েছে। আমার মনে হয় না এই নিয়ে যে সমালোচনা হচ্ছে তা নিয়ে আমার কোনও মন্তব্য করা ঠিক। আবার আমি কেন এই রায় দিয়েছি সেটা ডিফেন্ড করাও সঠিক হবে না।’ তাঁর সংযোজন, ‘আমি সেদিন যা রায় দিয়েছি, তা কেন দিয়েছি সেটা অর্ডারেই লিখে সই করা আছে। এর চেয়ে বেশি কিছু বলব না।’ সেম-সেক্স ম্যারেজ মামলায় তিনি ছিলেন মাইনরিটি। কিন্তু জানান, রায় যখন হয় সেটা সুপ্রিম কোর্টের রায়। কারও ব্যক্তিগত নয়। তাই সব রায়দানের আগেই বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে নেন। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কলেজিয়ামের গোটা প্রক্রিয়াকে সমালোচনা করাটা বেশ সোজা। জানান, কলেজিয়াম সিস্টেমে স্বচ্ছতার অভাব রয়েছে বলে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়। দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, একাধিক কারণে কলেজিয়ামের কাজকর্ম সকলের সামনে আনা যায় না।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/RBliOL8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads