কামড়ের প্রতিশোধ! ইঁদুরকেই কামড়ে মেরে ফেললেন তরুণী https://ift.tt/RqrOwUX - MAS News bengali

কামড়ের প্রতিশোধ! ইঁদুরকেই কামড়ে মেরে ফেললেন তরুণী https://ift.tt/RqrOwUX

বেজিং: ইঁদুরের কাজ ইঁদুরে করেছে। তা বলে কি... হ্যাঁ। ঠিকই। আঙুলে ইঁদুর কামড়ে দিয়েছিল। রাগের চোটে সেই ইঁদুরকে খুঁজে বের করে পাল্টা কামড়ে মেরেই ফেললেন তরুণী! পূর্ব চিনের জিয়াংসু প্রদেশের এই ঘটনায় রীতিমতো চমকে গিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা বলছেন, এ সব ক্ষেত্রে সাধারণত ইঁদুর সামনে থাকলে মানুষ কিছুটা ঘাবড়ে যায়, কেউ ভয়ে পালিয়ে যেতে পারেন, কেউ হাতের কাছে কিছু পেয়ে ছুড়ে মারতে পারেন। এমনকী কেউ কেউ ফাঁদ পেতে সেই ইঁদুরকে ধরার তালও করতে পারেন। কিন্তু এই তরুণী ছাত্রী তাঁর আঙুলে কামড়ে দেওয়া ইঁদুরটিকে খুঁজেপেতে বের করেন। এবং তার পরে রাগের চোটে তাকে কামড়ে মেরেই ফেলেন। ইউনিভার্সিটির ডরমিটরিতে একটি ইঁদুর উৎপাত করছিল কিছুদিন ধরে। ছাত্রীদের এটা-ওটা খেয়ে ফেলা তো বটেই, বই-খাতাও কেটেকুটে ফেলছিল। ফলে ইঁদুরকে ধরার জন্য তক্কে তক্কে ছিলেন পড়ুয়ারা। যে ছাত্রীকে নিয়ে আলোচনা, তিনি গত ২১ ডিসেম্বর আচমকা ইঁদুরটিকে সামনে দেখতে পান। একেবারে হাতের নাগালে। সাত-পাঁচ না ভেবে খপ করে ইঁদুরটিকে ধরে ফেলেন তিনি। গোটা শরীর হাতের তালুবন্দি থাকলেও, ইঁদুরটির মাথা বেরিয়ে ছিল বলে জানিয়েছেন ওই ছাত্রীর রুমমেট। ফলে ছটফট করতে থাকা ইঁদুরটি একসময়ে ওই ছাত্রীর হাতে কামড়ে দেয়। ততক্ষণে অবশ্য তার অবস্থাও বেশ কাহিল হয়ে পড়েছে হাতের চাপে। এই অবস্থায় অনেকেই হয়তো ভয় পেয়ে ইঁদুরটিকে ছেড়ে দিতেন। ইঁদুরও পালিয়ে বাঁচত। চিনের ওই তরুণীও আচমকা কামড় খেয়ে মুঠো আলগা করেছিলেন। ইঁদুর লাফিয়ে পড়েছিল। কিন্তু তাতেও রক্ষা পায়নি। ইঁদুরটিকে ঠিক খুঁজে বের করেন ওই তরুণী। একে তো ইউনিভার্সিটির ডরমিটরিতে তার তাণ্ডব চলছিলই, তার উপরে কামড়! ফলে রাগ চড়েছিল দ্বিগুণ। পাল্টা কামড়ে আগে থেকেই খানিক ঝিমিয়ে পড়া ইঁদুরটি দ্রুতই মারা যায়।ওই তরুণীকে যখন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর মুখে কাটা দাগ দেখেন ডাক্তার। একটু জিজ্ঞেস করতেই তরুণী সব খুলে বলেন। ইঁদুরকে কামড়াতে গিয়ে মুখেও একটু চোট লেগে গিয়েছে। তারপরেই সব কথা সকলে জানতে পারেন। জানা গিয়েছে, ওই তরুণী এখন সুস্থ রয়েছেন। তবে তিনি ইঁদুর কামড়ে মেরে ফেলে বেশ লজ্জিত। জানিয়েছেন, হঠাৎ করে রাগের মাথায় এমন কাজ করে ফেলেছেন। আর কখনও করবেন না।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/fz1v3QO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads