চাকরিকে টাটা বলার সময় হাজির! মাত্র 50 হাজার টাকা দিয়ে শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা https://ift.tt/Ci0cwNB - MAS News bengali

চাকরিকে টাটা বলার সময় হাজির! মাত্র 50 হাজার টাকা দিয়ে শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা https://ift.tt/Ci0cwNB

বিশ্বের দ্রুততম বৃদ্ধির অর্থনীতিগুলির মধ্যে একটি। এমন পরিস্থিতি আসলে সাধারণ মানুষের জীবন যাত্রার মানকেও উন্নত করার সুযোগ দেয়। ফলে যারা তাদের ব্যবসার স্বপ্নকে সত্যি করতে চায় তাদের জন্য এই পরিস্থিতি আসলে একটি দুর্দান্ত অপশন। দেশের হাজার হাজার মানুষ নিজস্ব ব্যবসা শুরু করতে চাইছে, কিন্তু একটি সফল ব্যবসার জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটি হল এবং টাকার বিনিয়োগ।অনেকেই মনে করেন, ব্যবসা করতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে। আসলে কিন্তু তা নয়। এমন অনেক ব্যবসার আইডিয়া রয়েছে, যেগুলো মাত্র 50,000 টাকা দিয়ে শুরু করা যেতে পারে। এখানে এমনই পাঁচটি ব্যবসার আইডিয়া দেওয়া হচ্ছে। যেগুলো অল্প টাকায় শুরু করে আপনিও নিজের স্বপ্নকে সত্যি করে তুলতে পারেন।পোশাকের কাজএই দেশ উৎসবের দেশ এবং নতুন পোশাক ছাড়া সব উৎসবই অসম্পূর্ণ। শুধু তাই নয়, উৎসব ছাড়াও আরও অনেক উপলক্ষ থাকে যখন নতুন পোশাকের প্রয়োজন হয়। প্রতিবছরেই নতুন জামা কাপড় কেনার রেওয়াজ রয়েছে। এছাড়াও বিয়ের মরশুমেও জামা কাপড়ের বাজারে ব্যাপক ভিড় দেখা যায়। ফলে এই ব্যবসায়, লস হওয়ার সম্ভাবনাও নেই। কারণ বছরের বেশিরভাগ সময়েই চাহিদা আকাশ ছোঁয়া। 50,000 টাকার নিচের ব্যবসাগুলোর মধ্যে পোশাকের ব্যবসা একটি দুর্দান্ত অপশন। রাস্তার পাশের খাবারের দোকানঅল্প বিনিয়োগ সহ আরেকটি দুর্দান্ত এবং কম খরচের ব্যবসার আইডিয়া হল একটি ফুড স্টল বা ফুড ট্রাক শুরু করা। অন্যান্য কাজের তুলনায় এই কাজের খরচও কম এবং ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগ বাড়াতে পারেন। এদেশে বিদেশ থেকে আগত লোকজনও স্ট্রিট ফুড পছন্দ করে। একটি ছোট খাবারের স্টলের জন্য প্রচুর খাবারের আইটেম তৈরি করারও দরকার নেই। নুডুলস, মোমো, পকোড়া তৈরি করলেই জমে যাবে ব্যবসা। একটা খাবারের দোকান হুইলি বা ভ্যানের উপর তৈরি করা যেতে পারে। এর জন্য একটা ভাঙা গাড়ির প্রয়োজন হবে এবং এর জন্য অতিরিক্ত খরচ হতে পারে।ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিএকটা সফল ব্যবসা শুরু করার আরেকটি অপশন হল ইভেন্ট ম্যানেজার হওয়া। বর্তমানে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে চাহিদা বেড়েছে। আপনার গ্রাহকদের চাহিদা অনুযায়ী সৃজনশীল উপায়ে বিয়ের বা অন্য অনুষ্ঠান আয়োজন করার দক্ষতা থাকলে, এটি একটি দুর্দান্ত অপশন। এই ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক ভাবে অর্থের প্রয়োজন হবে। তবে এর পরে ব্যবসায় ভালো লাভ পাওয়া যেতে পারে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/gsmn51R
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads