যুবতীকে লিফটের নামে গাড়িতে তুলে ছিনতাই, আতঙ্ক শিলিগুড়িতে https://ift.tt/m29FJYC - MAS News bengali

যুবতীকে লিফটের নামে গাড়িতে তুলে ছিনতাই, আতঙ্ক শিলিগুড়িতে https://ift.tt/m29FJYC

লিফট দেওয়ার নাম করে গাড়িতে তোলা হয়েছিল যুবতীকে। অভিযোগ, তারপর সেই যুবতীর থেকেই টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতী। এমন ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে। লিফট দেওয়ার নাম করে শহরে ঘুরছে ছিনতাইকারীদের দল। একটি ঘটনায় তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ২ জনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে।জানা গিয়েছে, ডিসেম্বর মাসে সেবক রোডে একটি শপিং মলের কাছ থেকে বাড়ি যাবেন বলে দাড়িয়েছিলেন ওই এক যুবতী। কিন্তু রাত হয়ে যাওয়ায় বাড়ি ফেরার গাড়ি পাচ্ছিলেন না। সেই সময় একটি গাড়ির চালক তাঁকে লিফট দেবে বলে জানায়। গাড়িতে উঠেও পড়েন যুবতী। এরপরই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। যুবতীকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায় ওই গাড়িচালক। অভিযোগ, তারপর যুবতীকে ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা নেওয়া হয়। পরে যুবতীকে সেবক রোডে ছেড়ে পালিয়ে যায় সে।ঘটনার পর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। ঘটনার তদন্তে নেমে সোমবার ভক্তিনগর থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম নিবেশ রায় ও পিযূষ রায়। মঙ্গলবার তাঁদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা ফাপড়ি এলাকার বাসিন্দা। যুবতীকে জিজ্ঞেস করে পুলিশ আরও জানতে পেরেছে, প্রথমে তাঁকে ইস্টার্ন বাইপাস এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ি কালো কাপড় ঢেকে যুবতীকে মারধর করা হয়। এরপর মোবাইল ও টাকা নেওয়া হয়। তারপর এটিএম কার্ড নিয়ে টাকা তোলা হয়। এই চক্রে ধৃত ওই ২ জন ছাড়া আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এই শিলিগুড়ি শহরেই মাস কয়েক আগে আরও একটি ছিনতাইয়ের ঘটনা সামনে আসে। জানা যায়, স্বামী ও স্ত্রী স্কুটার করে বেরোত। দু'জনের মাথাতেই ছকা থাকতো প্ল্যান। পথচলতি কেউ একটু অন্যমনস্ক হলেই গলা থেকে হার ছিনতাই করে চম্পট দিত দম্পতি। দীর্ঘদিন ধরেই নিখুঁত ছিনতাইয়ে হাত পাকিয়েছিল তারা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে দু'জনেই। ধৃত দম্পতির নাম সঞ্চিতা কর্মকার এবং বাপি কর্মকার। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, দীর্ঘদিন ধরেই শহরে ছিনতাই করে বেড়াত তারা। বেশ কয়েকদিন ধরেই ওই দম্পতির খোঁজ করছিলেন পুলিশ আধিকারিকরা। অবশেষে ছিনতাইবাজ স্বামী ও স্ত্রী ধরা পড়ে পুলিশের জালে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/eomSW9t
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads