বছরের শুরুতেই ভূমিকম্প আলিপুরদুয়ারে, কম্পনের মাত্রা ৩.৫ https://ift.tt/bTrsZDp - MAS News bengali

বছরের শুরুতেই ভূমিকম্প আলিপুরদুয়ারে, কম্পনের মাত্রা ৩.৫ https://ift.tt/bTrsZDp

বছরের শুরুর দিকেই উত্তরবঙ্গে। ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গে আলিপুরদুয়ার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৫ বলে জানা যাচ্ছে। ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলাজুড়ে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। নতুন বছরের শুরুরেই উত্তরবঙ্গে ভূমিকম্প। পর্যটনের মরশুমে কেঁপে উঠল আলিপুরদুয়ার। সংবাদ সংস্থা এএনআই-এর করা একটি পোস্টে খবরটি জানানো হয়েছে। যদিও আলিপুরদুয়ার ছাড়া আরও কোনও জায়গায় কম্পন অনুভূত হয়েছে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি।গত নভেম্বরেও ভূমিকম্পপ্রসঙ্গত, গত নভেম্বর মাসেও ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গে এই জেলা। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে জানা যায়, রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.৬। মাটির থেকে ১৪ কিমি গভীরে ছিল ভূমিকম্পের এপিসেন্টার। কম্পন মৃদু হলেও আতঙ্ক ছড়ায় এলাকায়। সেই ঘটনার কয়েকগিন আগেই ভূমিকম্প হয় নেপালে। ফলে তারপরেই সংলগ্ন উত্তরবঙ্গে এই জেলায় ভূমিকম্প হওয়ায় ভয়ঙ্কর আতঙ্ক তৈরি হয় এলাকাবাসীর মনে। যদিও কম্পন এতটাই মৃদু ছিল যে অনেকেই তা অনুভব করতে পারেননি। তবে মুখে মুখে কম্পনের কথা ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কম্পনের মাত্রা কম থাকায় ক্ষয়ক্ষতিরও কোনও খবর পাওয়া যায়নি।সেইসময় শুধু আলিপুরদুয়ারে নয়, ভূমিকম্প হয় অসমেও। প্রতিবেশী রাজ্যের হাইলাকান্দি এলাকাতেও অনুভূত হয় কম্পন। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে জানা যায়, রিখটার স্কেলে অসমে ওই কম্পনের মাত্রা ছিল ৪.১। মাটির ৩৮ কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্র। ঘড়িতে ১০টা বেজে ৫৯ মিনিট নাগাদ কেঁপে ওঠে অসমের মাটি। যদিও সেই ভূমিকম্পেও কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। বছরের প্রথম দিনে ভূমিকম্পএদিকে নতুন বছরের প্রথম দিনেই বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। পয়লা জানুয়ারি জাপানে পরস্পর ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়। সেখানে অন্ততপক্ষে ১৫৫ টি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যায়। পরপর ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের ইশিকাওয়া-সহ একাধিক এলাকা। জাপানের ইশিকাওয়াতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। তবে জাপানের একাধিক জায়গায় কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩ এর বেশি বলে জানা যায়। কম্পনের তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে। তবে মঙ্গলবার সকালেও ফের কম্পন অনুভূত হয়েছে বলে খবর। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, এই ভূমিকম্প বছরের প্রথম দিনে আছড়ে পড়ে মধ্য জাপানে। ঘটনায় গোটা জাপানজুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/sBcwV0D
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads