গাজা থেকে কয়েক হাজার ট্রুপ সরিয়ে নিচ্ছে ইসরায়েল https://ift.tt/BZ6Dbwd - MAS News bengali

গাজা থেকে কয়েক হাজার ট্রুপ সরিয়ে নিচ্ছে ইসরায়েল https://ift.tt/BZ6Dbwd

গাজ়া: ৭ অক্টোবর থেকে প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়ে এ পর্যন্ত অন্ত ২২ হাজার নিরীহ মানুষকে মেরেছে ইজ়রায়েল। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৫৬ হাজারের বেশি প্যালেস্তাইনি। আমেরিকা-সহ বিশ্বের প্রায় সব দেশ ইজ়রায়েলকে অনুরোধ করেছে দীর্ঘমেয়াদি যুদ্ধ-বিরতি ঘোষণা করার। রাষ্ট্রপুঞ্জ থেকে পোপ — বারবার এই গণহত্যার তীব্র নিন্দা করা সত্ত্বেও কানে তোলেননি ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বরং শনিবারও জানিয়েছেন, শেষ হামাস জঙ্গিকে মারা না অবধি এই যুদ্ধ চলবে। কিন্তু ঠিক তার দু’দিনের মাথায় ঢোঁক গিলল তেল আভিভ। ইজ়রায়েল জানিয়ে দিল, বর্তমানে গাজ়ায় যুদ্ধরত পাঁচটি ব্রিগেড প্রত্যাহার করে নিচ্ছে। তিনটি প্রশিক্ষণ ব্রিগেডের পাশাপাশি ৫৫১তম এবং ১১৪তম রিজার্ভ ব্রিগেডও প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ। একেকটি ব্রিডেগে সাধারণত তিন থেকে পাঁচ হাজার সেনা থাকে। সে হিসেবে ১৫ থেকে ২৫ হাজার সেনা প্রথম দফায় প্রত্যাহার করে নিচ্ছে ইজ়রায়েল।নেতানিয়াহুর দেশের নিউজ় আউটলেট ‘ইয়েদিওত আহরোনোথ’ জানিয়েছে, ইজ়রায়েলি অর্থনীতিকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সেনা প্রত্যাহার করা হচ্ছে। ইজ়রায়েলি বাহিনী যদিও দাবি করেছে, গাজ়ার উত্তর ও মধ্যে তারা তাদের লক্ষ্যে সফল। সবটাই প্রায় তাদের দখলে, তাই সেনা রাখার প্রয়োজন আর নেই। ইজ়রায়েল গত মাসেও গাজ়া থেকে তাদের সবচেয়ে প্রশিক্ষিত ও দুর্ধর্ষ গোলানি ব্রিগেড প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। গাজ়া থেকে বিপুল সংখ্যক সেনা প্রত্যাহারের এই ঘটনাকে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের একাংশ ইজ়রায়েলি বাহিনীর জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। আবার একটি সূত্র থেকে এ-ও দাবি করা হচ্ছে, আপাতত সেনা সরানো হচ্ছে কৌশলগত কারণে। তাঁরা যাতে মানসিক ভাবে চাঙ্গা হয়ে ফের যুদ্ধক্ষেত্রে ফিরতে পারেন।ইজ়রায়েলি সংবাদসংস্থা ওয়ালা নিউজ জানিয়েছে, আগামী সপ্তাহে গাজ়া থেকে আরও সেনা প্রত্যাহার করার ঘোষণা হবে।এর ফলেই প্রশ্ন উঠছে, তা হলে কি যুদ্ধে হেরে যাচ্ছে ইজ়রায়েল?বিশ্লেষকরা মনে করছেন, আরব-ইজ়রায়েল সংঘাতের ইতিহাসে গাজ়ায় নজিরবিহীন প্রতিরোধের মুখে পড়েছে তেল আভিভ। এই অবস্থায় সেনা প্রত্যাহার ইজ়রায়েলি বাহিনীর বড় ধরনের বিপর্যয় হিসেবে চিহ্নিত করা গেলেও এখনও স্পষ্ট নয় যে, গাজ়া থেকে তারা ধাপে ধাপে পুরোপুরি সরে যাবে নাকি এখনও তারা জয়ের আশা করছে?


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/UzpmbyC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads