Bengali News
Breaking Bangla Khobor - Ei Samay Bangla
Latest Bengali News
News in Bangla
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/afth3TK
ফিক্সারের থেকে উপহার, ক্রিকেট থেকে সাসপেন্ড সাকিবের সতীর্থ https://ift.tt/lvneJ5V
আইফোন উপহার নিয়ে বিপাকে পড়লেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন। তাঁর বিরুদ্ধে এবার শাস্তি শোনাল আইসিসি। তাঁকে ২ বছরের জন্য সাসপেন্ড করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগেই তাঁকে সাসপেন্ড করেছিল বোর্ড, এতদিন অপেক্ষা ছিল আইসিসির। এবারও তারাও সাসপেন্ড করল। ফলে বাংলাদেশের এই অলরাউন্ডারের ক্রিকেট কেরিয়ার সংকটে পড়ে গেল। তিনি আর ফিরতে পারবেন কি না সেটা একটা বড় প্রশ্ন। আইসিসির পক্ষ থেকে নাসিরকে সাজা শোনানোর পর জানানো হয়েছে, নাসির তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন, ফলে নাসিরকে নিয়ে আর আলাদা করে তদন্তের দরকার পড়েনি। তবে প্রথমদিকে অবশ্য ছবিটা এমন ছিল না।পুরো ঘটনাটি কী? ঘটনাটি ঘটে ২০২১ সালে। সেবার সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত টি-১০ লিগ খেলছিলেন তিনি। পুনে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় তিনি আইফোন ১২ নিয়েছিলেন এক ব্যক্তির থেকে। তিনি সেটাকে উপহার হিসেবে দেখান। পরে জানা যায়, যেই ব্যক্তির থেকে ফোন উপহার নিয়েছিলেন তিনি আসলে একজন বুকি। তিনি একা নন, আরও তিনজন ক্রিকেটার ও পাঁচজন কর্তাও দামি উপহার নিয়েছিলেন।এবং শুধু উপহার নেওয়াই নয়, তাঁরা নিয়ম মেনে উপহার নিয়ে সেটা জানায়নি নির্দিষ্ট কর্তৃপক্ষকে। ফলে ধরা পড়েন। ধরা পড়ার পর নাসির তদন্তে সহযোগিতা করতে চাননি বলে অভিযোগ। তাঁর কাছে দামি আইফোন কী করে এল তার পক্ষেও তিনি সঠিক জবাব দিতে পারেননি। যারপর নাসির ও বাকিদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনে ICC-র দুর্নীতি দমন বিভাগ। নাসিরের বিরুদ্ধে দুটো ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রথমটি ছিল ২.৪.৪ ধারা। যাতে বলা হয়েছে, তিনি উপহার নিলেও সেটা নির্দিষ্ট ব্যক্তিকে জানাননি। তাঁর বিরুদ্ধে অপর ধারা ছিল ২.৪.৬ ধারা। যাতে বলা হয়েছে তিনি তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে সহযোগিতা করেননি। তবে এবার আইসিসি তাঁর বিরুদ্ধে তদন্তে সহযোগিতার অভিযোগ এনেছে। তিনি প্রথমে অসহযোগিতা করলেও পরে বোঝেন যে তিনি নিজেই বিপাকে পড়ছেন, তাই তিনি সহযোগিতা করেন। আপাতত তাঁকে ২০২৫ সাল পর্যন্ত বাইরে রাখা হয়েছে। যার অর্থ, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না। যারপর তাঁর ক্রিকেট কেরিয়ার আর বেশিদূর যাবে কি না সেটা বড় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/afth3TK
Previous article
Next article
Leave Comments
Post a Comment