Bangla News
Bangla Sangbad
Latest Bengali News
News in Bengali
বাংলা খবর - Ei Samay
from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/Fxgo4t1
স্টেশনে অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান! যাত্রীদের কাছে নয়া আবেদন রেলের https://ift.tt/G10Ycla
কলকাতা- সহ শহরতলি এলাকার সাধারণ মানুষের কাছে রেল যে বড় ভরসা তাতে কোনও সন্দেহই নেই। প্রতিদিন কয়েক লাখ যাত্রী শহরতলি থেকে কলকাতায় ট্রেনে সফর করেন। রেলের তরফেও যাত্রীদের সুবিধার দিকে সর্বদাই নজর রাখা হয়। কিন্তু এবার এক বিশেষ কারণে উদ্বিগ্ন রেল। পূর্ব রেলের বেশ কয়েকটি স্টেশনে, বিশেষ করে শহরতলির দিকের স্টেশনগুলোতে প্ল্যাটফর্মের উপরে দেখা যাচ্ছে গজিয়ে উঠেছে অনুমোদনহীন অসংখ্য দোকান। শুধুমাত্র দোকান নয়, গ্রামের দিকের স্টেশনগুলোতে অবৈধ বাজার বসার প্রবণতাও তৈরি হয়েছে। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, বিকেলের পর থেকেই বদলে যেতে শুরু করে এই প্ল্যাটফর্মগুলোর ছবি ৷ স্টেশনগুলোতে সন্ধ্যা ঘনালেই মরশুমের সব রকমের ফল থেকে শুরু করে সবজি নিয়ে বসতে শুরু করেন ব্যবসায়ীরা ৷ ফলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে যাত্রীদের প্লাটফর্মে ওঠানামা করতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে যে ছোট প্ল্যাটফর্মগুলোতে যাত্রীচাপ থাকে, সেখানে রীতিমতো খারাপ পরিস্থিতির তৈরি হয়। তবে, এর বিরুদ্ধে সচেষ্ট রয়েছে রেল। পূর্ব রেল কর্তৃপক্ষ সচেতনতামূলক অভিযানের মাধ্যমে নিরন্তর এই সমস্যার সমাধানের চেষ্টা করে চলেছে বলে রেলের তরফে জানানো হয়েছে।শুধুমাত্র সচেতনতামূলক অভিযান করেই থেমে থাকেনি রেলওয়ে, পাশাপাশি আবেদন করা হয়েছে যাত্রীদের কাছেও। খুব সাধারণভাবে যাত্রীরাও নীরবে রেল কর্তৃপক্ষের এই অভিযানে সহযোগিতা করতে পারেন বলে জানানো হয়েছে। সাধারণ ভাবে দেখা যায়, প্লাটফর্মের উপর গড়ে ওঠা এই দোকানগুলি নিত্যযাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে থাকে। যেমন- জলের বোতল, টুকরো খাবার, সাধারণ দরকারি জিনিস ইত্যাদি। তাই যাত্রীরা রেল কর্তৃপক্ষ দ্বারা অননুমোদিত এই ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা না করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিকল্প কোন দোকান থেকে ক্রয় করলে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যাবে।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্রত্যেকটি যাত্রী নিরাপদে যাতে তাঁদের গন্তব্যে পৌঁছতে পারেন সে বিষয়ে সচেষ্ট রয়েছে রেলওয়ে। স্টেশন চত্বরের মধ্যে এই অনুমোদনহীন দোকানগুলি একাধারে যেমন পণ্যের গুণগত মান রক্ষা করতে পারে না, অন্যদিকে অযথাই স্টেশন চত্বরের একটি অংশ অনধিকার দখলের মাধ্যমে যাত্রীদের সমস্যা তৈরি করে। যার জেরে যাত্রীদের অপেক্ষা করার জায়গা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে ট্রেন ধরার হুড়োতাড়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটাও অসম্ভব নয়।
from Bangla News, Latest Bengali News, Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/Fxgo4t1
Previous article
Next article
Leave Comments
Post a Comment